জিএসটি ক্ষতিপূরণ নিয়ে ফের কেন্দ্রকে তোপ রাহুল গান্ধির
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
আবারও জিএসটি ক্ষতিপূরণের প্রসঙ্গ তুলে কেন্দ্রকে তোপ দাগলেন রাহুল গান্ধি। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির জন্য করোনা ভাইরাসের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেন কংগ্রেস সাংসদ। সাধারণ মানুষের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, “কেন আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদের ভবিষ্যৎ বন্ধক রাখছেন মোদির কাছে?”
1. Centre promises GST revenue for States
2. Economy shattered by PM & Covid
3. PM gives 1.4 lakh Crs tax cuts to Corporates, buys 2 planes for himself for 8400 Crs
4. Centre has no money to pay States
5. FM tells States- BorrowWhy is your CM mortgaging your future for Modi?
— Rahul Gandhi (@RahulGandhi) October 12, 2020
এদিন ট্যুইটারে জিএসটি ক্ষতিপূরণ নিয়ে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন রাহুল গান্ধি। সেখানে তিনি লেখেন,
“১. রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্র;
২. প্রধানমন্ত্রী এবং করোনা ভাইরাসের জন্য অর্থনীতি ধসে পড়েছে;
৩. কর্পোরেট সংস্থাগুলিকে ১.৪ লক্ষ কোটি টাকা কর মকুব করেছেন প্রধানমন্ত্রী এবং নিজের জন্য ৮ হাজার ৪০০ কোটি টাকা দিয়ে দুটি বিমান কিনেছেন;
৪. রাজ্যগুলিকে দেওয়ার জন্য কেন্দ্রের হাতে কোনও টাকা নেই;
৫. অর্থমন্ত্রী রাজ্যগুলিকে ধার নিতে বলেছে, কেন মুখ্যমন্ত্রীরা মোদির জন্য নিজেদের ভবিষ্যৎ বন্ধক রাখছেন?”
উল্লেখ্য, ৫ অক্টোবর জিএসটি কাউন্সিলের বৈঠকে রাজ্যগুলিকে ধার নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যদিও তার বিরোধিতা করেছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি। তাদের দাবি রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণ দিতে বাধ্য কেন্দ্রীয় সরকার।
Comments are closed.