মণীশ খুনে সিবিআই দাবি, রাজ্যপালের দ্বারস্থ মুকুল রায়-সহ প্রতিনিধি দল
নিজস্ব সংবাদদাতা : টিটাগড়ে খুন হওয়া বিজেপি নেতা মণীশ শুক্লার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে রাজ্যপালের সঙ্গে দেখা করল বিজেপি প্রতিনিধি দল। রবিবার রাজভবনে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, রাজ্য বিজেপির সম্পাদক তথা বিধায়ক সব্যসাচী দত্ত এবং রাজ্য বিজেপির সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে কথা বলে একটি চিঠিও দেন।
BJP delegation led by National Vice President Mukul Roy @MukulR_Official demanded CBI investigation in the politically targeted killing of Manish Shukla.
The delegation alleged CID @MamataOfficial was misdirecting investigation to falsely implicate political opponents in BJP. pic.twitter.com/zhWUDHa2zJ
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) October 11, 2020
রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুকুল রায় বলেন, ‘সিবিআই ছাড়া মণীশ শুক্ল খুনের ঘটনায় প্রকৃত তদন্ত সম্ভব নয়। সিআইডি যে তদন্ত করছে সেটা গণতন্ত্রের সঙ্গে বিদ্রুপ ছাড়া কিছুই নয়। আমরা রাজ্যপালকে জানাতে এসেছিলাম কেন সিবিআই তদন্তের প্রয়োজন।’
উল্লেখ্য, গত ৫ অক্টোবর বিটি রোডের উপর টিটাগড় থানার সামনে ঢিল ছোড়া দূরত্বে খুন হন মণীশ শুক্লা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয় মণীশকে। এই ঘটনার পর রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে। গেরুয়া শিবিরের অভিযোগ, পরিকল্পনামাফিক খুন করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মণীশের বাবা টিটাগড় থানায় ৭জনের নামে এফআইআর দায়ের করেছেন। তার মধ্যে নাম রয়েছে বারাকপুর ও টিটাগড় পুরসভার প্রাক্তন চেয়াম্যান উত্তম দাস এবং প্রশান্ত চৌধুরীর। মুকুল রায়ের অভিযোগ, এফআইআরে যাদের নাম রয়েছে তাদের গোয়েন্দারা না ডেকে অন্যদের ডেকে হেনস্থা করছে। এটা প্রহসন ছাড়া আর কিছুই না।
Comments are closed.