শহরে স্পা’র আড়ালে মধুচক্র! ১৬জনকে গ্রেফতার এসটিএফের
নিজস্ব সংবাদদাতা : খোদ শহরের বুকে স্পা’র আড়ালে মধুচক্র! রাসবিহারী অ্যাভিনিউ ও রফি আহমেদ কিদোয়াই রোড়ের দুটি স্পা’য় মধুচক্রের আসরে হানা কলকাতা পুলিশের এসটিএফের। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ধৃত বাংলা টেলি সিরিয়ালের এক অভিনেতা-সহ মোট ১৬ জন।
মধুচক্রের আসরে প্রথমে তল্লাশি চালানো হয় রাসবিহারী অ্যাভিনিউয়ের স্পা-তে। সেখান থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়। এসটিএফের হাতে এখানেই আটক হন একজন বাংলা সিরিয়ালের পরিচিত মুখ। জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ৭জন ক্রেতা হিসেবে গিয়েছিলেন সেখানে। এছাড়াও গ্রেফতার হয়েছে স্পা সেন্টারের মালিক, ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারও। রাসবিহারীর স্পা থেকে উদ্ধার হয়েছে ৮জন তরুণীও। তাদের সেফ হোমে পাঠানো হয়েছে। অপর অভিযানটি হয় তালতলার রফি আহমেদ কিদোয়াই রোডের একটি স্পাতে। গ্রেফতার হয়েছে ৫ জন। এখান থেকেও উদ্ধার হয়েছে ৭জন তরুণী। এদেরকেও হোমে পাঠানো হয়েছে। তদন্তকারী অফিসাররা ধৃতদের জেরা করে জানার চেষ্টা করছেন কী ভাবে শহরের বুকে এমন অবৈধ ব্যবসা রমরমিয়ে চলছে!
Comments are closed.