কলকাতায় ‘পথশ্রী অভিযান’-এর সূচনা ফিরহাদ হাকিমের
শোভাঞ্জন দাশগুপ্ত
‘পথশ্রী অভিযান’-এর আওতায় কলকাতা পুরসভার উদ্যোগে হাজরা মোড়ে শুরু হল রাস্তা মেরামতি করার কাজ। উপস্থিত ছিলেন রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, রতন দে, পারমিতা চ্যাটার্জি-সহ বিশিষ্টজনেরা।
কলকাতায় আনুষ্ঠানিক ‘পথশ্রী অভিযান’-এর সূচনা করে ফিরহাদ হাকিম বলেন, ‘পশ্চিমবঙ্গ পথশ্রীর কাজ হচ্ছে। কলকাতা পুরসভার যে রাস্তাগুলি একেবারে খারাপ হয়ে গেছে এবং যেগুলি অল্প খারাপ হয়েছে তা সারানো হচ্ছে। পুজোর আগেই সব রাস্তা সারানো শেষ হয়ে যাবে।’
উল্লেখ্য, ২ অক্টোবর উত্তরবঙ্গ থেকে ‘পথশ্রী অভিযান’ নামে প্রকল্পের সূচনার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যে মোট ১২ হাজার কিলোমিটার রাস্তা এই প্রকল্পের মাধ্যমে মেরামত করা হবে। ইতিমধ্যেই ৭ হাজার রাস্তাকে চিহ্নিত করা হয়েছে। এক ছাতার তলায় এনে বেহাল রাস্তা মেরামতির এই উদ্যোগ রাজ্যে প্রথম।
Comments are closed.