Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

লিভারপুল তারকাকেই কোচ হিসেবে বেছে নিল ইস্টবেঙ্গল

অমিয় রায়

ইস্টবেঙ্গলের নতুন কোচ লিভারপুল কিংবদন্তি রবি ফাওলার। শুক্রবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হল তাঁর নাম। আইএসএলে ফাওলারের হাতেই থাকবে লাল-হলুদের রিমোট কন্ট্রোল।
ফাওলারের কোচিং স্টাফ হিসেবে থাকছেন সাত জন বিদেশি। বিদেশি প্লেয়ার বাছাইয়ের দায়িত্বও থাকবে ফাওলারের হাতেই। সোমবারই বিদেশি ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হবে। ইস্টবেঙ্গলের ইনভেস্টর শ্রী সিমেন্টের কর্ণধার হরিমোহন বাঙ্গুর এদিন জানিয়েছেন, “কিংবদন্তি ফুটবলার রবি ফাওলারকে কোচ করা হয়েছে। দু’বছরের চুক্তি তাঁর সঙ্গে। আশা রাখি এই চুক্তির মেয়াদ আরও বাড়বে। রবিকে সাহায্য করবেন আরও সাত জন বিদেশি কোচ। তাঁদেরও উচ্চ পর্যায়ে কোচিং করার অভিজ্ঞতা রয়েছে।” ভারতীয় সহকারী কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে রেনেডি সিংহের নাম।

- Sponsored -

কোচ হিসেবে ফাওলারের আবির্ভাব তাইল্যান্ডের ক্লাব মুয়াংথং ইউনাইটেডে। সেটা ছিল ২০১১-১২ মরসুম। সেই মরসুমের পরে কোচিং থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। গত মরসুমে অস্ট্রেলিয়ার এ লিগের দল ব্রিসবেন রোয়ারকে কোচিং করার পরে এ বার আইএসএল-এ ইস্টবেঙ্গলের ডাগ আউটেই বসতে চলেছেন তিনি। ব্রিসবেন রোয়ারের কোচ হিসেবে ২২টি ম্যাচের মধ্যে ১০টি ম্যাচ তিনি জিতেছেন। পাঁচটা ড্র ও সাতটা ম্যাচে হেরেছেন। ফুটবলার জীবনে লিভারপুলের জার্সিতে মোট ১৮৩টি গোল করেন ফাওলার। ভক্তরা আদর করে তাঁর নাম দিয়েছিলেন ‘ঈশ্বর’।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.