বাল্যবিবাহ বিষয়ক সচেতনতার বার্তা মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের

নিজস্ব সংবাদদাতা : বাল্যবিবাহ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্যোগী হল মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ। করোনা আবহে নিউ নর্মালে অফিস, আদালত, দোকানপাট খোলা থাকলেও বিদ্যালয়ের অফিসিয়াল সমস্ত কাজকর্ম নিয়মিত চললেও পঠন-পাঠন বন্ধ। স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত হচ্ছে। অনলাইন বা হোয়াটসঅ্যাপ ক্লাস করার মতো সঙ্গতি সবার নেই। আর এই পরিস্থিতিতে অনেক অভিভাবক তাদের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ে দিচ্ছেন। কখনওবা অভিভাবকদের এড়িয়ে বিয়ে করে নিচ্ছে কম বয়সি মেয়েরা। সরকারি নিয়মকে কেবল বুড়ো আঙুল দেখাচ্ছে তাই নয়, নিজেদের বিপদের দিকে ঠেলে দিচ্ছে অল্প বয়সি মেয়েরা। এই অশনি সংকেত রুখতে বাল্যবিবাহ রোধে প্রচার অভিযান শুরু করল শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ।
কন্যাশ্রী ক্লাবের সক্রিয়তা আছে, আছে প্রাক্তনীর নজরদারি। সেই নজরদারি এড়িয়ে অনেক ক্ষেত্রে অভিভাবকরা বিপদের দিকে ঠেলে দিচ্ছেন নিজেদের কন্যাসন্তানদের। বৃহস্পতিবার বিদ্যালয়ের পরিচালন সমিতি মিড-ডে মিলের প্রচার অভিযানের সঙ্গে পঠন-পাঠন সংক্রান্ত ও বাল্যবিবাহ বিরোধী প্রচার অভিযান চালাল এলাকার অন্তত ২০টি গ্রামের ২৫-২৬টি জায়গায়। অভিভাবকরা কর্মসূচিটিকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন এবং প্রশংসা করেছেন বিদ্যালয়ের এই সময়োপযোগী পদক্ষেপকে।
অভিভাবক প্রতিনিধি নীলোৎপল সাউ বলেন, ‘যে গ্রামে এমন ঘটনা ঘটেছে, সেই গ্রামগুলোকে বেশি গুরুত্ব দিয়েছি। চেষ্টা করেছি সমস্ত গ্রামে প্রচার করার। আশাকরি ভবিষ্যতে সাড়া মিলবে এই উদ্যোগের।’ অভিভাবক সুশান্ত ভুঁইঞা বলেন, ‘শারীরিক দূরত্ববিধি মেনে বিদ্যালয় প্রশাসনের এই ভূমিকা সত্যি প্রশংসনীয়। আশাকরি সাফল্য আসবে। অভিভাবক সচেতনতা খুব গুরুত্বপূর্ণ।’
প্রধানশিক্ষক ড. প্রসূনকুমার পড়িয়া জানান, ‘আর্থিকভাবে ও শিক্ষাগতভাবে পশ্চাদপদ এই এলাকার মানুষের সচেতনতা অনেকাংশে বৃদ্ধি পেলেও অন্ধবিশ্বাস, কুসংস্কার এমনকী বাল্যবিবাহের মতো সামাজিক পশ্চাদপদতাকে বজায় রাখার প্রবণতা এখনও একশ্রেণির মানুষের মধ্যে আছে। বিদ্যালয়ের নানা কর্মসূচি যেমন নাটক, গান ইত্যাদি পরিবেশনের ফলে বাল্যবিবাহের আনুপাতিক হার কমলেও এখনও অনেক সমস্যা আছে। আমার বিশ্বাস, প্রকৃত শিক্ষা দিয়ে মেয়েদের অধিকার রক্ষার দিকে অচিরেই এগিয়ে নিয়ে যাব আমরা।’
এদিনের কর্মসূচিতে ব্লক প্রশাসনের পক্ষে অভিজিৎ দাস উপস্থিত ছিলেন। জেলা আইনী সচেতনতা বিভাগের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন অভিভাবকদের মধ্যে বাল্যবিবাহ ও আইনী সচেতনতা বিষয়ক লিফলেট ও মাস্ক বিলি করা হয়।
Comments are closed.