স্ত্রী-সহ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা করোনা আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা : করোনায় আক্রান্ত রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। একই সঙ্গে করোনা আক্রান্ত তাঁর স্ত্রীও। শরীর অসুস্থ থাকায় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করান স্বাস্থ্য অধিকর্তা। তারপরই রিপোর্ট পজিটিভ আসে। মৃদু উপসর্গ থাকায় বাড়িতেই আইসোলেশনে রয়েছেন অজয়বাবু। স্বাস্থ্য অধিকর্তা বাড়িতে থাকলেও তাঁর স্ত্রী ভর্তি বাঙ্গুর হাসপাতালে। ইতিমধ্যেই অজয় চক্রবর্তীর সান্নিধ্যে যাঁরা এসেছিলেন তাঁদের করোনা পরীক্ষা করে নিতে অনুরোধ করা হয়েছে।
এদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত সাড়ে ৩ হাজার মানুষ। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ লক্ষ ৮৪ হাজার ৩০ জন। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের বেশি। অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ হাজার ৪৩৯ জনের।
Comments are closed.