রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
মুদ্রাস্ফীতি বেড়ে চলা এবং দেশের অর্থনৈতিক বৃদ্ধির আশা ক্ষীণ উপলব্ধি করেই এবার রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক। করোনা ভাইরাসের কারণে জারি করা লকডাউন ধাপে ধাপে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থনৈতিক কাজকর্মে গতি আসতে শুরু করেছে। এই পরিস্থিতিতে রেপো রেট ৪ শতাংশতেই রাখল আরবিআই। এছাড়াও রিভার্স রেপো রেটও ৩.৩৫ শতাংশই রাখার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাঙ্কটির নতুন মনিটারি কমিটি। যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক, দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তাকে রেপো রেট বলা হয়। এর মাধ্যমেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে আরবিআই।
এদিন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস বলেন, “রেপো রেট ৪ শতাংশ অপরিবর্তিত রাখার ব্যাপারে ঐক্যমতের সঙ্গে সিদ্ধান্ত নিয়েছে মনিটারি পলিসি কমিটি এবং বৃদ্ধিতে গতি আনতে তাঁদের প্রক্রিয়া চালাবে কমিটি। মনে করা হচ্ছে লক্ষ্যমাত্রার মধ্যেই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে।” এই মুহূর্তে মুদ্রাস্ফীতি ৬.৭ শতাংশ, যা সরবরাহে ঘাটতি-সহ বিভিন্ন কারণে হয়েছে, এটি মোটেই সুখকর নয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষে।
Comments are closed.