শিক্ষাবিদ আনন্দদেব মুখোপাধ্যায়ের জীবনাবসান
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য আনন্দদেব মুখোপাধ্যায়ের জীবনাবসান হল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিডে আক্রান্ত হয়ে ১০ দিন হাসপাতালে ভর্তি থাকার পর মৃত্যু হল এই শিক্ষাবিদের।
দক্ষিণ কলকাতার ফ্ল্যাটে একাই থাকতেন আনন্দদেব। স্ত্রী প্রয়াত হয়েছেন আগেই। একমাত্র কন্যা থাকেন আমেরিকাতে। বাবার মৃত্যু সংবাদ জানানো হয়েছে তাঁকে। রাজ্যে সাক্ষরতা অভিযানের অগ্রণী ভূমিকা ছিল তাঁর। বামপন্থী মতাদর্শে বিশ্বাসী বিশিষ্ট অধ্যাপক আনন্দদেব মুখোপাধ্যায় ঘরে সমুদ্রবিজ্ঞানে দক্ষতার কারণে বাম আমলে দিঘা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান পদেও নিযুক্ত ছিলেন। দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘সেন্টার ফর ওশানোগ্রাফি’-র প্রতিষ্ঠাতা-সদস্যও ছিলেন। জীবনের শেষদিন পর্যন্ত তিনি ‘ন্যাশানাল কাউন্সিল অফ এডুকেশন’-এর সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
Comments are closed.