১৮ অক্টোবর মোহনবাগান ক্লাবে আইলিগ ট্রফি, পাঁচতারা হোটেলে বিশেষ অনুষ্ঠান
অমিয় রায়
১৭ অক্টোবর মোহনবাগান তাঁবুতে আসার কথা ছিল আইলিগ ট্রফি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন সবুজ-মেরুন কর্তারা। ঠিক হয়েছে, ১৭-র পরিবর্তে ১৮ অক্টোবর ক্লাবে ঢুকবে কাঙ্ক্ষিত ট্রফি। তবে মাঠে কোনও অনুষ্ঠান হবে না। যদিও আবেগ-আনন্দ-সেলিব্রেশন থেকে সম্পূর্ণ বঞ্চিত হবেন না সমর্থকরা।
বুধবার ক্লাবের তরফে জানানো হয়, গতকালেই আই লিগ সিইও সুনন্দ ধরের কাছ থেকে একটি ই-মেল পান মোহনবাগান কর্তারা। যেখানে সাফ নির্দেশ ছিল, সরকারের দেওয়া সমস্ত কোভিড গাইডলাইন মেনেই অনুষ্ঠানের আয়োজন করতে হবে। ১০০ জনের বেশি জমায়েতের অনুমতি দেওয়া যাবে না। কিন্তু দীর্ঘ অপেক্ষার পর যখন চ্যাম্পিয়ন হওয়ার ট্রফি হাতে তুলবে ক্লাব, তখন কি আর সমর্থকদের সেই বাঁধ ভাঙা উচ্ছ্বাস ঠেকানো যাবে? তাই মাত্র ১০০ জন নিয়ে অনুষ্ঠান করা কঠিন। সমস্যা মেটাতে এদিনই ভিডিয়ো কনফারেন্সে বৈঠক করে এক্সিকিউটিভ কমিটি। সেখানেই সিদ্ধান্ত হয়, এমন পরিস্থিতিতে মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হবে না। তার পরিবর্তে রবিবার অর্থাৎ ১৮ অক্টোবর শহরের একটি পাঁচতারা হোটেলে পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হবে।
Comments are closed.