Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য বাড়ল বরাদ্দ, কাজ সম্পূর্ণ করতে হবে ২০২১-এর ডিসেম্বরে

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার। আরও ৪ হাজার কোটি টাকা বরাদ্দ বাড়িয়ে ২০২১-এর ডিসেম্বরের মধ্যে কাজ সম্পূর্ণ করার প্রস্তাব পাস করেছে ক্যাবিনেট কমিটি। পাশাপাশি মেট্রো রেলের সম্প্রসারণ ঘটিয়ে তা সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত করা হয়েছে।

দিন কয়েক আগেই দিল্লি থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে ফুলবাগান মেট্রো স্টেশনের উদ্বোধন করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। বুধবার রেলমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেন, ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের সম্প্রসারণের জন্য মোট ৮.৫৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে কাজে গতি আসবে। তিনি বলেন, “১২ বছর আগে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের জন্য ৪ হাজার কোটি বরাদ্দ করা হয়। তবে দুর্ভাগ্যবশত জমি অধিগ্রহণ করার ব্যাপারে সহযোগিতা করতে পারেনি রাজ্য সরকার। ফলে প্রকল্পটি সম্পূর্ণ করা যায়নি। ২০১৫-তে আবারও কাজ শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মেট্রো প্রকল্পের জন্য ৮.৫৭৫ কোটি টাকা বরাদ্দে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।”

- Sponsored -

রেলমন্ত্রী জানান, “৮ হাজার ৫৭৫ কোটি টাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ সম্পূর্ণ করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে। ১৬.৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রুট ২০২১-এর ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে।”

কেন্দ্রীয় সরকারের রেকর্ড অনুযাযী, ১২টি স্টেশন সম্বলিত ১৬.৬ কিলোমিটার দীর্ঘ মেট্রো রুট একদিকে যেমন ট্রাফিক জ্যাম কিছুটা দূর করবে, তেমনি মহানগরে নিত্যযাত্রীদের চলাচলে অনেকটাই সুবিধা প্রদান করবে। এই মেট্রো রুট হাওড়া ময়দান এবং সল্টলেক সেক্টর ফাইভকে সংযুক্ত করেছে। অন্যতম এই মেট্রো রুট গিয়েছে গঙ্গা নদীর নীচ দিয়ে, যা এই প্রথম। এর আগে কোনও বড় নদীর নীচ দিয়ে মেট্রো রেলপথ তৈরি হয়নি। ১৬.৬ কিলোমিটার দীর্ঘ রুটে সবচেয়ে গভীরতম স্টেশন হাওড়া স্টেশন।

সরকারের তরফে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “এই মেট্রো রুট তিনটি গুরুত্বপূর্ণ জায়গাকে সংযুক্ত করছে। হাওড়া-কলকাতা এবং সল্টলেক সংযোগ করেছে এই মেট্রো। এর ফলে হাওড়া-কলকাতা এবং বিধাননগরের মধ্যে পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটাবে‌ এর ফলে সংযুক্ত হবে হাওড়া-শিয়ালদা- এসপ্ল্যানেড এবং তথ্য প্রযুক্তি কেন্দ্র সল্টলেক সেক্টর ফাইভ।”

সেক্টর ফাইভ এবং হাওড়া-কলকাতার সংযোগ কলকাতার যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত এবং দ্রুততা আনবে বলে মত অনেকের। ফলে আর মাত্র একটা বছরের অপেক্ষা, তারপরেই সংযুক্ত হবে ৩ শহর। কলকাতায় যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আসবে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.