Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আজ সিএসকে-কেকেআর ডুয়েল, অধিনায়কত্ব বাঁচানোর লড়াই কার্তিকের

অমিয় রায়

কলকাতাকে জয়ে ফেরানো ও নিজের নেতৃত্ব বাঁচানো, দুটোই এখন প্রয়োজন দীনেশ কার্তিকের ৷ গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারতে হয়েছে ৷ আজ কেকেআরের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস ৷ তিনটি ম্যাচে হারের পর গত ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে তারা ৷ শেন ওয়াটসন ও ফাফ ডুপ্লেসি রেকর্ড ১৮১ রানের পার্টনারশিপ গড়ে তোলেন ৷ চেন্নাইয়ের বিরুদ্ধে নামার আগে যা কার্তিকের কপালে ভাঁজ ফেলেছে ৷

- Sponsored -

দলে তারকা ক্রিকেটারের ছড়াছড়ি ৷ তবুও যেন সুবিধা করতে পারছে না নাইটরা ৷ দীনেশ কার্তিকের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছে ৷ সুনীল নারিনকে ওপেন করানোর সিদ্ধান্ত মেনে নিতে পারছে না ক্রিকেট বিশেষজ্ঞরা ৷ রাসেল ও মরগ্যানকে উপরের দিকে খেলানোর কথা বলা হচ্ছে ৷ দলের বোলাররা একটা ম্যাচে ভালো বোলিং করলে পরের ম্যাচেই প্রচুর রান দিয়ে ফেলছে ৷ শিবম মাভি, কমলেশ নাগারকোটি এমনকী প্যাট কামিন্সও রান দিয়েছেন ৷ সব মিলিয়ে চিন্তায় নাইট ম্যানেজমেন্ট ৷

চেন্নাইয়ের বিরুদ্ধে ওপেনিংয়ে পরিবর্তন হলেও হতে পারে ৷ শুভমন গিলের সঙ্গে টম ব্যান্টনকে খেলাতে পারে নাইটরা ৷ আবার গত ম্যাচে ভালো খেলা রাহুল ত্রিপাঠীকেও ম্যাচের শুরুতে পাঠানো হতে পারে ৷ সেক্ষেত্রে সুনীল নারিনকে নামতে হবে সাত নম্বরে ৷ তিনে নীতীশ রানা, চার নম্বরে মরগ্যান ৷ ব্যাট হাতে ছন্দে নেই অধিনায়ক দীনেশ কার্তিক নিজেও ৷ আইপিএলে রাসেল অন্যতম ভরসা নাইটদের ৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে পরিসংখ্যান বেশ ভালো রাসেলের ৷ চেন্নাইয়ের বিরুদ্ধে সাতটি ইনিংসে তাঁর সংগ্রহ ২২৪ ৷ গড় ৫৬ ও স্ট্রাইক রেট ১৬৪.৭১ ৷ ২০১৮ মরশুমে চিপকে চেন্নাইয়ের বিরুদ্ধে অপরাজিত ৮৮ রান করেছিলেন আন্দ্রে ৷ রয়েছে তিনটি অর্ধশতরান ৷ বল হাতেও চেন্নাইয়ের বিরুদ্ধে পাঁচটি উইকেট নেন ৷ ইকোনমি রেট ৮.২০ ৷ তবে নাইট অধিনায়কের ভূমিকা নিয়ে যে ভাবে সমালোচনা চলছে তা দূর করতে আজ আবুধাবিতে ধোনির দলের বিরুদ্ধে একপ্রকার অগ্নিপরীক্ষার মুখে পড়তে হবে দীনেশ কার্তিককে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.