ভুবনেশ্বরের জায়গায় হায়দরাবাদে পৃথ্বীরাজ ইয়ারা
অমিয় রায়
২৪ ঘণ্টার মধ্যে ভুবনেশ্বর কুমারের পরিবর্ত বেছে নিল সানরাইজ়ার্স হায়দরাবাদ৷ তাঁর জায়গায় এলেন ২২ বছর বয়সি পেসার পৃথ্বীরাজ ইয়ারা৷ ঊরুর চোটের কারণে এবারের আইপিএল থেকে ছিটকে গেছেন ভুবনেশ্বর কুমার৷ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৯ তম ওভারে মাঠ থেকে বেরিয়ে যান তিনি৷ তার আগে অবশ্য ধোনির সামনে তিনবার বল করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু চোট গুরুতর হওয়ায় তিনি বল করতে পারেননি। পরে ফিজিওর নির্দেশে মাঠ ছাড়েন ভুবি।
Update 🚨
Bhuvneshwar Kumar is ruled out of #Dream11IPL 2020 due to injury. We wish him a speedy recovery!
Prithvi Raj Yarra will replace Bhuvi for the remainder of the season.#OrangeArmy #KeepRising
— SunRisers Hyderabad (@SunRisers) October 6, 2020
এই অভিজ্ঞ পেসারের পরিবর্ত ২২ বছরের পৃথ্বীরাজ একেবারেই আনকোরা৷ বাঁ হাতি পেসারের ঘরোয়া ক্রিকেটেও তেমন অভিজ্ঞতা নেই৷ তবে ২০১৭-১৮ মরশুমে তামিলনাড়ুর হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে স্বপ্নের অভিষেক হয়েছিল তাঁর৷ প্রথম ম্যাচেই সঠিক লাইন, লেন্থে বল করে ও গতির সাহায্যে দুই ইনিংসে ছয়টি উইকেট তুলে নিয়েছিলেন পৃথ্বীরাজ৷ জুনিয়ার পর্যায়ে অন্ধ্রপ্রদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন তিনি৷ গতির সঙ্গে বৈচিত্র্যও রয়েছে পৃথ্বীরাজের বোলিংয়ে৷ গত বছর কলকাতা নাইট রাইডার্স নিয়েছিল তাঁকে৷ আইপিএলের মঞ্চে অভিষেকটাও মনের মতো হয়েছিল এই পেসারের৷ সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধেও কলকাতার হয়ে অভিষেক ম্যাচে ডেভিড ওয়ার্নারের উইকেট নিয়ে চমকে দেন৷ তবে এই ম্যাচের পর আর তেমন সুযোগ পাননি৷ প্রথম শ্রেণির ক্রিকেটে ১১টি ম্যাচ খেলে ৩৯টি উইকেট নেওয়া এই ক্রিকেটার সানরাইজ়ার্স হায়দরাবাদের হয়ে কেমন খেলে এখন সেটাই দেখার।
Comments are closed.