বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্মদিনে হলদিয়ায় করোনা পরীক্ষণ শিবির
নিজস্ব সংবাদদাতা : ভয়ঙ্কর মারণব্যাধি করোনা মানব জীবনে ব্যাপক প্রভাব ফেলেছে। সারা বিশ্বের সাথে ভারতবর্ষেও করোনা মহামারীর আকার ধারণ করেছে। এই মহামারীর আবহে হলদিয়ার তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের তৈরি স্বেচ্ছাসেবী সংস্থা ‘আলোক চেতনা পরিবার’ ও ‘পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে’র ‘সুতাহাটা- হলদিয়া বিজ্ঞান কেন্দ্রে’র যৌথ উদ্যোগে করোনা পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল। মঙ্গলবার বিশ্ববরেণ্য বিজ্ঞানী মেঘনাদ সাহার জন্মদিন উপলক্ষে সুতাহাটা থানার অন্তগর্ত রামপুর বিবেকানন্দ মিশন বিদ্যামন্দির হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হল এই শিবির।
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুতাহাটা-হলদিয়া বিজ্ঞান কেন্দ্রের সম্পাদক মণীন্দ্রনাথ গায়ের, বিজ্ঞান মঞ্চের জেলা কমিটির সহ-সম্পাদক নকুল ঘাঁটি, আলোক চেতনা পরিবারের সদস্য রণজিৎ সিং, মনেন্দু দাস, শিক্ষক প্রভাস সামন্ত, সমাজসেবী সুকমল প্রধান, নাট্যকর্মী শিবপ্রসাদ মিশ্র প্রমুখ। সুতাহাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সক্রিয় সহযোগিতায় এদিন করোনা টেস্ট করালেন প্রায় ৫০ জন মানুষ। সেই সঙ্গে পথচলতি মানুষের হাতে তুলে দেওয়া হয় মাস্ক ও চারাগাছ। এছাড়াও করোনা সচেতনতা মূলক পথনাটক ‘আমরা করব জয়’ প্রদর্শিত হয়।
Comments are closed.