মাও এবং হাতির হানায় মৃতের পরিবারের সদস্যকে চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা : আদিবাসীদের মন পেতে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাও এবং দাঁতালের হানায় মৃতের পরিবারের সদস্যকে এবার চাকরি দেবে রাজ্য সরকার।
Under @MamataOfficial's leadership, GoWB will be providing jobs & financial aid of ₹4 lakh to families affected by Maoist violence and man-animal conflict in the Jangalmahal area. Trust Didi, to secure lives of all!https://t.co/t6xHpHuHNW
— All India Trinamool Congress (@AITCofficial) October 6, 2020
এদিন খড়্গপুরের প্রশাসনিক বৈঠকে ঢালাও সুযোগ-সুবিধার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘১০ বছর ধরে নিখোঁজ রয়েছেন যাঁরা, এমন পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং ওই পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।’ এরই পাশাপাশি হাতির হানায় মৃত পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘ঝাড়গ্রামে হাতির তাণ্ডবে একাধিক মৃত্যুর ঘটনা ঘটে, পশ্চিম মেদিনীপুরেও ঘটে। সেই কারণে আমরা ঠিক করেছি, হাতির হানায় মৃত্যু হলে সেই পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। পাশাপাশি, মৃতের পরিবারের একজন হোমগার্ড পদে চাকরিও পাবেন।’
এদিনের প্রশাসনিক বৈঠকে পুলিশ আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি সাহায্যের ক্ষেত্রে কোনও স্বজনপোষন বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজোয় ক্লাবগুলিকে রাজ্য সরকার যে ৫০ হাজার টাকা করে দিচ্ছে তা যেন পুলিশ আধিকারিকরা নিজ দায়িত্বে বণ্টন করেন তারও নির্দেশ দিয়েছেন তিনি। এক্ষেত্রে পঞ্চায়েত, পুরসভা বা দলের কোনও নেতা মাথা গলালেও তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি রাস্তা সারাইয়ের কাজে একাধিক গাফিলতির অভিযোগ উঠছিল জঙ্গলমহলে। সে ব্যাপারেও কোনও রকম অজুহাত মানা হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Comments are closed.