Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘হেপাটাইটিস-সি’ ভাইরাস আবিষ্কারের জন্যে চিকিৎসায় নোবেল ৩ বিজ্ঞানীর

নিজস্ব সংবাদদাতা : চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী। ২০২০ সালের মেডিসিন বিভাগে নোবেল পেলেন দুই মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অলটার ও চার্লস এম রাইসের সঙ্গে ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হাউটন। বিরল ‘হেপাটাইটিস-সি’ ভাইরাসের আবিষ্কারের জন্যে এই সম্মান তাঁদের হাতে তুলে দিল নোবেল কমিটি।

নোবেল কমিটি জানিয়েছে, ”চিকিৎসা বিজ্ঞানে ‘হেপাটাইটিস-এ’এবং ‘হেপাটাইটিস-বি’ভাইরাস আবিষ্কার ছিল গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবুও রক্তবাহিত এক প্রকারের হেপাটাইটিসের ব্যাখ্যা মিলত না চিকিৎসক-বিজ্ঞানীদের কাছে। ‘হেপাটাইটিস-সি’সেই প্রশ্নের উত্তর দিয়েছে। ‘হেপাটাইটিস-সি’ ভাইরাসের আবিষ্কারের ফলে রক্ত পরীক্ষা এবং সম্ভাব্য ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে, যা কোটি কোটি মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করবে।”

- Sponsored -

৮৫ বছরের হার্ভে জে অল্টার মার্কিন ভাইরোলজিস্ট। আমেরিকার ক্লিনিক্যাল সেন্টার-এর ডিপার্টমেন্ট অব ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে সিনিয়র ইনভেস্টিগেটর হিসেবে কাজ করছেন। ‘হেপাটাইটিস-এ’ ও ‘হেপাটাইটিস-বি’ নিয়ে গবেষণার পাশাপাশি ‘হেপাটাইটিস-সি’ নিয়ে যুগান্তকারী কাজ করেন।

বিজ্ঞানী চার্লস এম রাইসের জন্ম ১৯৫২ সালে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোতে। আমেরিকার রকেফেলার ইউনিভার্সিটিতে অধ্যাপনা ও গবেষণা করেন। সিনবিস ভাইরাস নিয়েই গবেষণা করতে করতে পরে ‘হেপাটাইটিস-সি’ ভাইরাস শনাক্ত করেন তিনি।

ইংল্যান্ডের বিজ্ঞানী মাইকেল হাউটন। তিনি লন্ডনের কিংস কলেজ থেকে ১৯৭৭ সালে পিএইচডি পান। কানাডা এক্সিলেন্স রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান হাউটন। তিনি আলবার্টা বিশ্ববিদ্যালয়ের লি কা সিং অ্যাপ্লায়েড ভাইরোলজি ইনস্টিটিউটেরও ডিরেক্টরও।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.