ফের শিরোনামে উত্তরপ্রদেশ, দলিত নাবালিকার টুকরো টুকরো দেহ উদ্ধার!
নিজস্ব সংবাদদাতা : হাথরাসের ঘটনা নিয়ে চাপে যোগী সরকার। তারমধ্যে আবারও নৃশংসতার খবর। এবার কানপুরের দেহাত এলাকায় নিখোঁজ দলিত কিশোরীর টুকরো টুকরো দেহ উদ্ধার হল জমি থেকে। হাতরাসের পর দেহাতের এই পরিবারেরও অভিযোগ, ধর্ষণের পরে খুন করা হয়েছে মেয়েকে। ফের প্রশ্নের মুখে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে নারী নিরাপত্তা।
স্থানীয় সূত্রের খবর, গত ২৬ সেপ্টেম্বর থেকে উত্তরপ্রদেশের কানপুর দেহাত জেলার ওই নাবালিকা নিখোঁজ ছিল। শনিবার এলাকার মাঠে টুকরো দেহ পড়ে থাকার খবর পেয়ে দ্রুত পৌঁছয় পুলিশ। তারা দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দু’জনেই ওই কিশোরীর আত্মীয় বলে জানা গিয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। মৃতার পারিবারিক সূত্রে খবর, জমি-বিবাদ চলছিল আত্মীয়দের সঙ্গে। অনেকবার মেয়েকে খুন করার হুমকি দেওয়া হয়েছিল। সেই সূত্র ধরেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাতরাসের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদে চাপে পড়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংবাদমাধ্যম থেকে রাজনৈতিক দলের প্রতিনিধিদের হেনস্থার শিকার হতে হয়েছে রাজ্য প্রশাসনের কাছে। তবুও জেদে অনড় থেকে হাতরাসে নির্যাতিতার পরিজনদের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি। টানটান উত্তেজনার আবহে কানপুরের দেহাতের এই ঘটনা ফের একবার চাপে ফেলে দিল উত্তরপ্রদেশ প্রশাসনকে বলেই মত রাজনৈতিক মহলের।
Comments are closed.