অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
শনিবার সকালে মানালিতে অটল টানেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মানালি এবং লে সংযোগকারী এই সুড়ঙ্গ সেখানকার মানুষের দৈনন্দিন জীবনের অনেক বাধা দূর করবে সময় এবং যাতায়াত সহজ করে দিয়ে। এর ফলে কৃষকরা সহজেই তাঁদের ফসল মানালির মাণ্ডিতে নিয়ে যেতে পারবেন এবং সারা বছর ফসলের আমদানি থাকবে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত, সেনাপ্রধান মনোজ মুকুন্দ নরবানে এবং হিমাচলের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর।
এই সুড়ঙ্গকে ঐতিহাসিক বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “এই সুড়ঙ্গ ভারতের সীমান্ত পরিকাঠামো আরও উন্নত করে তুলবে। এটি বিশ্বমানের যোগাযোগ মাধ্যমের উদাহরণ। সীমান্ত পরিকাঠামো উন্নত করার দরকার ছিল, যদিও তার কোনও পরিকল্পনা করা হয়নি বা, কাজ শুরু হয়নি।” তিনি বলেন, “এই সুড়ঙ্গ শুধু হিমাচলের জন্যই গুরুত্বপূর্ণ না, এটি লাদাখ সংযোগকারীও। পাহাড়ি এলাকার বাসিন্দারা জানান, যাত্রাপথ চার থেকে পাঁচ ঘণ্টা কমানোর তাৎপর্য।”
১০.৫ মিটার চওড়া এবং ৫.৫২ মিটার উঁচু এই সুড়ঙ্গ তৈরির পরিকল্পনা করা হয় ১৯৮৩ সালে, যদিও ২০১০-এ কাজ শুরু হয়। ৩,২০০ কোটি টাকা খরচে তৈরি করা এই সুড়ঙ্গ দিয়ে প্রতিদিন গড়ে ৩ হাজার গাড়ি এবং ১ হাজার ৫০০ ট্রাক যাতায়াত করবে বলে মনে করা হচ্ছে। এই সুড়ঙ্গ দিয়ে যাতায়াতের সময় গাড়ির সর্বোচ্চ গতি থাকবে ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায়।
অটল সুড়ঙ্গের সঙ্গে সঙ্গেই তৈরি করা হচ্ছে নিম্মু-পাদুম-দর্চা রাস্তা। এই দুটি রাস্তা এবং সুড়ঙ্গ তৈরির ফলে সীমান্তে সেনা এবং অন্যান্য সরঞ্জাম আদান প্রদানের সুবিধা হবে। নিম্মু-পাদুম-দর্চা রাস্তাটিও তৈরির কাজ খুব দ্রুত শেষ হবে বলে মনে করা হচ্ছে।
Comments are closed.