আজ শারজার পাটা উইকেটে নাইটদের দলে বদলের সম্ভাবনা
অমিয় রায়
শারজায় আজ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআর। দিল্লির বিরুদ্ধে কেকেআরের টিম কম্বিনেশন পালটালেও পালটাতে পারে।
এর পিছনে কারণ মাঠ, শারজার মাঠ। যা কিনা দুবাই বা আবুধাবির মাঠের চাইতে আয়তনে অনেক ছোট। পিচও ভাল রকম পাটা। এখনও পর্যন্ত আইপিএলে সবচেয়ে বেশি রান উঠেছে শারজার মাঠে। এ মাঠেই দিন কয়েক আগে রাজস্থান রয়্যালস রেকর্ড রান তাড়া করে জিতেছে কেএল রাহুলের কিংস ইলেভেনের বিরুদ্ধে। যার পর নাকি নাইট ম্যানেজমেন্টের মাথায় একজন স্পিনার কমিয়ে একজন ব্যাটসম্যান বাড়ানোর চিন্তাভাবনা ঘুরছে।
এ দিন ট্রেনিংয়ের শুরুতেই নেটে শুভমান গিলের সঙ্গে ওপেন করতে যান রাহুল ত্রিপাঠী। বেশ কিছুক্ষণ ব্যাটিংও করেন। যার পর বলাবলি চলছে, তা হলে কি ত্রিপাঠী শনিবার নামতে চলেছেন? একজন স্পিনারের বদলে? টিমের ভাবনা সে রকম একটা আছে। কিন্তু প্রশ্ন হল, কেকেআরের তিন স্পিনারের মধ্যে সেক্ষেত্রে বসবেন কে? ফর্ম বিচারে দেখলে কুলদীপ যাদব।এবারের আইপিএল এখনও পর্যন্ত ভাল যায়নি কুলদীপের।
এদিকে, কেকেআর দিল্লির বিরুদ্ধে নামার আগেই আরেকটা ম্যাচে আজ হওয়ার কথা। আজই এই আইপিএলের প্রথম ডবল হেডার। দিনের প্রথম প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অর্থাৎ স্মিথ বনাম কোহলির লড়াই। আর এই লড়াইয়ে আজ ফোকাস বেশি থাকবে কোহলির দিকেই। কারণ, তাঁর দল আগের থেকে ভাল খেললেও বিরাট নিজে একেবারে রান পাননি আইপিএলে।
Comments are closed.