Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

মু্খ্যমন্ত্রীকে আলিঙ্গনের হুঁশিয়ারি দিয়ে খোদ করোনায় আক্রান্ত অনুপম হাজরা!

নিজস্ব সংবাদদাতা : করোনায় আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। নিজেই ট্যুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। অনুপমের শারীরিক অবস্থা গুরুতর নয়। মৃদু উপসর্গ রয়েছে তাঁর। চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। আপাতত তিনি বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

এর আগে সদ্য বিজেপির সর্বভারতীয় স্তরে গুরুত্বপূর্ণ পদ পাওয়ার পরেই বিতর্কিত মন্তব্য করেন অনুপম হাজরা। বলেছিলেন, ‘আমার করোনা হলে মমতাকে আলিঙ্গন করব।’ ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর প্রতি অবমাননাকর মন্তব্য করার অভিযোগে অনুপম হাজরার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তৃণমূল উদ্বাস্তু সেল। শিলিগুড়ি থানায় এই অভিযোগ দায়ের হয়েছে। এমনকী সর্ব ভারতীয় বিজেপি সহ-সভাপতি মুকুল রায় নিজেও অনুপমের বক্তব্যকে সমর্থন করেননি। মুকুল জানান, ‘যাঁরা দায়িত্বপূর্ণ লোক, তাঁদের কোনও মন্তব্য করার আগে সতর্ক থাকা উচিত।’

- Sponsored -

গত ২৭ সেপ্টেম্বর রবিবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দলের কর্মসমিতির বৈঠকে যোগ দিয়েছিলেন অনুপম হাজরা। ওই সভা এবং আগের কয়েকটি কর্মসূচিতে বহু মানুষের সংস্পর্শে এসেছিলেন অনুপম। সেই কারণেই কোভিড টেস্ট করান। শুক্রবার রিপোর্ট পজিটিভ আসে তাঁর। অভিযোগ, বারুইপুরের ওই বৈঠকের সময় কোভিড নিয়ম মানেননি অনুপম-সহ বিজেপির একাধিক কর্মী। সেই সভায় ছিলেন বিজেপি নেতা অরবিন্দ মেননও। তাঁরা কেউই পরেননি মাস্ক, মেনে চলেননি সামাজিক দূরত্ব বিধিও।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.