বর্ধমান মেডিক্যালে অন্তঃসত্ত্বার মৃত্যু, খুনের মামলা রুজু করে তদন্তের নির্দেশ

নিজস্ব সংবাদদাতা : অন্তঃসত্ত্বা স্ত্রীর মৃত্যুতে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার, ডেপুটি সুপার এবং মেমারির এক চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্তের নির্দেশ দিল সিজেএম আদালত। ইতিমধ্যেই তদন্তের জন্য দেওয়ানদিঘি থানার ওসিকে নির্দেশ দিয়েছেন সিজেএম রতনকুমার গুপ্তা।
দেওয়ানদিঘি থানার ঘোষপাড়ার বাসিন্দা মৃতা ওই অন্তঃসত্ত্বার স্বামী এনডিআরএফের জওয়ান কল্লোল ঘোষ। তাঁর অভিযোগের ভিত্তিতেই খুনের মামলা রুজু করে তদন্তের নির্দেশ দেয় সিজেএম আদালতের বিচারক। সূত্রের খবর, বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে কল্লোলবাবু অন্তঃসত্ত্বা স্ত্রী সৌমী ঘোষকে ভর্তি করলে কিছুক্ষণের মধ্যেই মারা যান তিনি। ডায়াবেটিসে সৌমীর মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। কল্লোলবাবুর প্রশ্ন তুলেছেন, ময়নাতদন্ত না করিয়ে মৃত্যুর কারণ কীভাবে বলা হল? এরপরই তিনি মামলা করার সিদ্ধান্ত নেন। একই সঙ্গে মেমারির এক নার্সিংহোমের বিরুদ্ধেও চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেছেন কল্লোল ঘোষ।
কল্লোলবাবুর আইনজীবী রমেশ সিং বলেন, ‘মৃতদেহের ময়নাতদন্ত না করিয়েই হাসপাতাল কর্তৃপক্ষ ডায়াবেটিসের কারণে অন্তঃসত্ত্বার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ কী করে একথা বলল তা বুঝতে পারছি না। বিষয়টি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, স্বাস্থ্য কমিশন ও জেলার পুলিশ সুপারকে জানানো হয়েছে। তারপরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আদালতে মামলা করা হয়েছে। আদালত খুনের মামলা রুজু করে তদন্তের নির্দেশ দিয়েছে।’
Comments are closed.