Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘কাজে গাফিলতি নয়’, উত্তরকন্যায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা : ‘কোনও অছিলাতেই কাজে গাফিলতি নয়। ১০০ শতাংশ কাজ চাই।’ জলপাইগুড়িতে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ফের একবার কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৮ মাস পর উত্তরবঙ্গে গিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধানের ধমকের সুরেই বললেন, ‘ইন্সপেক্টর-রাজ বেশি চলছে, জনস্বার্থে কাজ কম হচ্ছে। আমি সব খোলনলচে পাল্টে দেব।’

- Sponsored -

উদ্বাস্তুদের সমস্যা নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘সেলফ ডিক্লারেশন সার্টিফিকেটেই সরকারি কাজ হবে। উদ্বাস্তুদের জন্যও এই সার্টিফিকেটই যথেষ্ট। অন্য কোনও সার্টিফিকেটের প্রয়োজন হবে না। সাধারণ মানুষের সমস্যা একশো শতাংশ সমাধানের চেষ্টা করতে হবে। শংসাপত্র পেতে যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখতে হবে।’

পাশাপাশি করোনা নিয়েও বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। ‘মাইল্ড সিম্পটম থাকলে বাড়িতে থেকেই চিকিৎসা করান। অযথা হাসপাতালের বেড আটকে রাখা যাবে না।’ উত্তরবঙ্গের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ হওয়ায় মুখ্যমন্ত্রী এদিন বলেন, ‘কোভিড যোদ্ধাদের জন্য আমি গর্বিত। তাঁদের জন্যই উত্তরবঙ্গে কোভিড নিয়ন্ত্রণে আছে।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.