Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিদ্যাসাগরের জন্মদিবস ও শহিদ মাতঙ্গিনীর আত্মবলিদান দিবস পালন

নিজস্ব সংবাদদাতা : যথাযোগ‍্য মর্যাদায় পালিত হল দয়ারসাগর বিদ‍্যাসাগরের জন্মদিবস ও শহিদ মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান দিবস। অবিভক্ত মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী​ সংগঠন ‘মেদিনীপুর সমন্বয় সংস্থা’র উদ্যোগে মঙ্গলবার ২০১ তম জন্মদিবসে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ৭৯তম আত্মবলিদান দিবসে শহিদ বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরাকে স্মরণ করা হল।

- Sponsored -

এদিন সকালে সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর ইউনিটের উদ্যোগে শহরের এলআইসি মোড়ে বিদ‍্যাসাগর মূর্তিতে মাল‍্যদান এবং কলেজ রোড ও মীরবাজারে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল‍্যদান ও আলোচনা সভার মধ‍্যে দিয়ে দিনটি পালিত হয়। এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখেন সংস্থার মেদিনীপুর ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাটা, সম্পাদক মৃত‍্যুঞ্জয় খাটুয়া, প্রধানশিক্ষক প্রসূন কুমার পড়িয়া, প্রাক্তন শিক্ষক পরিমল মাহাতো, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া প্রমুখ। এঁরা ছাড়াও এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন অধ‍্যাপক মন্টুরাম জানা, অরূপ কুমার দাস, অমিত কুমার সাহু, অমিতাভ দাস, উত্তম রায়, অনাদি জানা, বিকাশ মাহাতো, অমরেশ কর, বিশ্বজিৎ সাউ, অমিত নন্দী, মণিকাঞ্চন রায়, সোনালি ঘাটা, নরসিংহ দাস, শান্তনু পাণ্ডা, ইন্দ্রদীপ সিনহা-সহ অন্যান্যরা।

উল্লেখ্য বাংলার ১২ আশ্বিন তারিখ দ্বিপ্রহরে বিদ‍্যাসাগর জন্মগ্রহণ করেন এবং ভারত ছাড়ো আন্দোলনের সময় ২৯ সেপ্টেম্বর পুলিশের গুলিতে নিহত হয়ে মাতঙ্গিনী হাজরা মৃত্যুবরণ করেন। এদিন দুপুরে বিদ‍্যাসাগরের জন্ম মুহূর্তকে স্মরণ করে সংস্থার আহ্বানে এলআইসি মোড়ের বিদ‍্যাসাগর মূর্তি পাদদেশ-সহ অবিভক্ত মেদিনীপুরের বিভিন্ন স্থানে ও গৃহস্থের বাড়িতে শঙ্খবাদন অনুষ্ঠিত হয়।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.