বিরাট ব্যর্থতা! জিতেও চরম সমালোচনার মুখে আরসিবি অধিনায়ক
অমিয় রায়
আইপিএলে তৃতীয় ম্যাচ খেলা হয়ে গেলেও বিরাটের ব্যাটে ফ্লপ-শো চলছেই। প্রথম ম্যাচে সানরাইজার্সের বিরুদ্ধে ১৪, দ্বিতীয় ম্যাচে কিংস ইলেভেনের বিরুদ্ধে ১ রানের পর দুবাইয়ে সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাত্র ৩ রানে ফিরলেন বিরাট কোহলি। শুধু তাই নয়, দুই ওপেনার শুরুটা দারুণ করার পর ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে নেমে মূল্যবান ১১টি বল খরচ করলেন ভারতীয় ক্রিকেটের রানমেশিন। আইপিএলে বিরাটের ব্যাটে এমন কদর্য পারফরম্যান্স শেষ কবে হয়েছে, মনে করতে পারছেন না অনুরাগীরা। পঞ্জাব ম্যাচ চলাকালীন বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে সুনীল গাভাসকরের একটি মন্তব্য নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল। কিংবদন্তি বিরাটের ব্যাটিং ব্যর্থতা নিয়ে বলতে গিয়ে স্ত্রী অনুষ্কাকে টেনে এনেছিলেন। কিন্তু পেশাদার ক্রিকেটার এবং বিশ্বের সেরা ব্যাটসম্যান হিসেবে বিরাটের ফর্মে ফেরার এই যে লম্বা প্রক্রিয়া সেটা কিন্তু মেনে নিচ্ছেন না অনুরাগীরা। স্বাভাবিকভাবেই মুম্বইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর বাঁধ ভাঙল অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হতে হল আরসিবি অধিনায়ককে। এদিন নবম ওভারের শেষ বলে অ্যারন ফিঞ্চ আউট হওয়ার পর ব্যাট হাতে নামেন বিরাট। কিন্তু ক্রিজে নামার পর থেকে যে ১০টি বল তিনি ফেস করেন তাতে ব্যাটে আস্ফালন তো দূরে থাক বরং অনেক বেশি জবুথুবু দেখাচ্ছিল বিরাটকে। অনুরাগীরা প্রত্যাশা করছিলেন বিরাটের ব্যাটে ঝড় উঠবে। কিন্তু না, ত্রয়োদশ ওভারে রাহুল চাহালের লেগ স্পিনে ঠকে যান বিরাট।
হতাশ অনুরাগীরা বলছেন, ‘বিরাট তুমি প্রয়োজনে বিশ্রাম নাও, কিন্তু আত্মসম্মান নিয়ে এভাবে ছেলেখেলা করো না।’ কেউ আবার লিখেছেন, ‘আমি আমার পুরনো বিরাটকে ফেরত চাই। তোমার জন্যই আরসিবিকে সমর্থন করা। নইলে আরসিবিকে সমর্থনের কোনও কারণ নেই।’ এক অনুরাগী আবার বিরাটের শেষ ৮টি আইপিএল ইনিংসের পরিসংখ্যান তুলে ধরে লিখেছেন, ‘গত ৮ ইনিংসে ২৫ রান পেরোতে ব্যর্থ বিরাট।’
উল্লেখ্য সোমবার আইপিএলে দুবাইয়ে থ্রিলার লড়াইয়ে সুপার ওভারে ম্যাচ জিতল আরসিবি। দুই ওপেনার অ্যারন ফিঞ্চ ও দেবদূর পারিক্কল এবং পরে এবি ডি’ভিলিয়ার্সের ঝোড়ো অর্ধশতরানে ভর করে মুম্বইকে ২০২ রানের টার্গেট দেয় ব্যাঙ্গালোর। ৩৫ বলে ৫২ রান আসে ফিঞ্চের ব্যাট থেকে। ৪০ বলে ৫৪ রান করেন দেবদূত। শেষদিকে ৪টি চার এবং ৪টি ছয়ে ২৪ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলে দলের রান দু’শোর গণ্ডি ছুঁয়ে দেন এবি। ১টি চার এবং ৩টি ছয়ে ১০ বলে ২৭ রানের ক্যামিও আসে শিবম দুবের ব্যাট থেকেও। জবাবে ব্যাট করতে নেমে ইশান কৃষান ও কায়রন পোলার্ডের ব্যাটে ভর করে ২০১ তোলে মুম্বই। ৯৯ রান করেন ইশান। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে পোলার্ডের উইকেট হারিয়ে ৭ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স৷ অর্থাৎ কোহলিদের জয়ের জন্য দরকার ৮ রান৷ সেই রান তুলে জিতে নেয় আরসিবি।
Comments are closed.