শান্তিনিকেতনে পুলিশের জালে ৪ সশস্ত্র বাংলাদেশি দুষ্কৃতী-সহ ৬

নিজস্ব সংবাদাতা : বীরভূম জেলা পুলিশের জালে ৪ সশস্ত্র বাংলাদেশি-সহ ৬ দুষ্কৃতী। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতনের তালতোড় গ্রামের একটি বাড়ি থেকে ৬জনকে ধরে ফেলে। এদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক, নাইন এমএম পিস্তল-সহ আরও অন্যান্য আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে মেদিনীপুর জেলের এক বন্দি নেতা খুনে ‘সুপারি’ দিয়েছিল এই ৪জনকে। দুষ্কৃতীদের আত্মগোপনে সাহায্য এবং খুনের পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে স্থানীয় ২ ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। শান্তিনিকেতনের পাশাপাশি নানুর এবং লাভপুর জুড়ে আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে বীরভূম জেলা পুলিশ।
প্রশ্ন উঠছে এই ৪ দুষ্কৃতী বাংলাদেশ থেকে এ দেশে এল কীভাবে? কাদের মদতে এই রাজ্যে প্রবেশ। অস্ত্রশস্ত্র-সহ বিস্ফোরকই বা পেল কী করে? এসব তথ্যই জানার চেষ্টা করেছে পুলিশ। সূত্রের খবর, এই ঘটনার তদন্তভার যেতে পারে এসটিএফ-এর কাছে।
Comments are closed.