খুচরো বিক্রি নয়! দেশের এই রাজ্যে নিতে হবে পুরো প্যাকেট সিগারেট-বিড়ি
নিজস্ব সংবাদদাতা : ভারতের প্রথম রাজ্য হিসেবে মহারাষ্ট্র খুচরো সিগারেট-বিড়ি বিক্রি বন্ধ করল। এখন থেকে পুরো মহারাষ্ট্রে একটা সিগারেট বা বিড়ি চাইলে পাওয়া যাবে না। ক্রেতাকে নিতে হলে পুরো প্যাকেট ধরেই নিতে হবে। ধূমপায়ীদের ধূমপানে বিরত থাকার অভিনব নিষেধাজ্ঞা প্রয়োগে শিবসেনা সরকারের ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন চিকিৎসক থেকে পরিবেশকর্মীরা।
মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ‘সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য আইন ২০০৩-এর ৭ ধারার ২ নম্বর উপধারার আওতায় খোলা বাজারে খুচরো সিগারেট, বিড়ি বিক্রিতে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।’ ফলে এখন থেকে মহারাষ্ট্রে পুরো গোটা প্যাকেট ছাড়া সিগারেট বা বিড়ি কেনা যাবে না। স্বাস্থ্য সচেতনতা বাড়াতেই মূলত এই পদক্ষেপ করা হয়েছে।
Comments are closed.