দত্তক জামডহরী গ্রামে উদ্যানকৃষির চারা তৈরির প্রশিক্ষণ শিবির ও বীজবপন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা : কোভিড-১৯ প্রভাবে করোনা জনিত সংকটকালীন অবস্থায় মানুষের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ গবেষণা সংস্থা ‘ট্রপিক্যাল ইনস্টিটিউট অফ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ’ (টিয়ার)-এর উদ্যোগে চারা তৈরির প্রশিক্ষণ ও বীজবপন কর্মসূচি আয়োজন করা হয়। চতুর্থ কর্মসূচি হিসেবে দত্তক গ্রাম জামবনীর জামডহরীতে হল এই প্রশিক্ষণ শিবির।
প্রায় দশ হাজার চারা তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে। এদিন এক হাজার চারা তৈরির জন্য বীজবপন করা হয়। ফুল কপি, বাঁধা কপি, ব্রকলি, ক্যাপসিকাম, বেগুন, টম্যাটো, শালগম, লংকা, পেয়াঁজ প্রভৃতির বীজ কোকোপীঠ ও কেঁচো সারের সংমিশ্রণ করে হাতেকলমে শিক্ষা দেওয়া হয়। এছাড়া পর্যাপ্ত পরিমাণে পালং, মূলো, খসলা ও ধনে বীজ গ্রাম বাসিদের দেওয়া হয়।
উপস্থিত ছিলেন সেবা ভারতী মহাবিদ্যালয়ের অধ্যাপক ও টিয়ার সম্পাদক ড. প্রণব সাহু। অধ্যাপক সুপ্রকাশ দাশ ও অবসরপ্রাপ্ত শিক্ষক প্রদীপ চক্রবর্তী। গ্রামের পক্ষ থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন সন্তু মাহাতো, মঙ্গল সোরেন, খগেন মাহাতো ও সুপর্ণা মাণ্ডি, দিলীপ মাণ্ডি-সহ অন্যান্যরা।
Comments are closed.