সন্ত্রাসবাদ-বেআইনি অস্ত্র পাচার নিয়ে রাষ্ট্রসঙ্ঘের সভায় সরব নরেন্দ্র মোদি
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
রাষ্ট্রসঙ্ঘের বার্ষিক সাধারণ সভায় সন্ত্রাসবাদ এবং বেআইনিভাবে অস্ত্র পাচার নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন ভার্চুয়ালে রাষ্ট্রসঙ্ঘের ৭৫তম বার্ষিক সাধারণ সভায় ভারত রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে না পারার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, ‘নতুন বছরে ভারত উন্নত দেশ হিসেবে উঠে আসবে এবং সারা বিশ্বের কল্যাণে যোগ দেবে। ভারত সবসময় শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তার পক্ষে কথা বলেছে। উন্নয়নে নিরিখে উত্থান-পতনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কল্যাণে যোগ দিয়েছে ভারত।’ এদিনের ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, “নতুন বছরের জানুয়ারি মাসে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসাবে তার দায়িত্ব পালন করবে ভারত। যে সমস্ত রাষ্ট্র ভারতের উপর বিশ্বাস রেখেছে তাদের সকলকে আমি অভিনন্দন জানাই।”
Addressing the @UN General Assembly. https://t.co/dvWANn20Mg
— Narendra Modi (@narendramodi) September 26, 2020
গত জুন মাসে নির্বাচনে ১৯৩টি ভোটের মধ্যে রাষ্ট্রসঙ্ঘের অস্থায়ী সদস্য হতে ১৮৪টি ভোট পেয়েছিল ভারত। প্রধানমন্ত্রী মোদি বলেন, “বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে আমরা আমাদের উন্নয়ন নতুন বছরে তুলে ধরব বিশ্বের কল্যাণের জন্য। আমাদের চলার পথ মানব কল্যাণ থেকে বিশ্ব কল্যাণ।” প্রধানমন্ত্রী আরও বলেন, “ভারত সব সময় শান্তি সমৃদ্ধি ও নিরাপত্তা পক্ষে কথা বলেছে। আর্থিক তছরুপ, সন্ত্রাসবাদ, মাদক পাচারের মতো মানবতার পক্ষে ক্ষতিকর বিষয়গুলির বিরুদ্ধে আওয়াজ তুলতে কখনও পিছপা হয়নি ভারত। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য, পরম্পরা, হাজার বছরের অভিজ্ঞতা উন্নয়নশীল দেশ হিসেবে থেকেছে।” রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ভারত। মোট ৭বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে ভারত।
Comments are closed.