Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

বিদ‍্যাসাগরের ২০১তম জন্মদিন পালন মেদিনীপুরে

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিদ‍্যাসাগরের ২০১তম জন্মদিন। ভারতীয় নবজাগরণের অন‍্যতম পুরোধা ব্যক্তিত্ব, শিক্ষা ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বি-শত জন্মবর্ষ পূর্তি উপলক্ষে ২০১তম জন্মদিবসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্ম দ্বি-শত বার্ষিকী উদযাপন কমিটি ও বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে মেদিনীপুর শহরের এলআইসি মোড়ে মূর্তিতে মাল‍্যদান করা হয়। সেখান থেকে বিদ‍্যাসাগরের বাণী সম্বলিত পোস্টার ও প্ল‍্যাকার্ড-সহ একটি পদযাত্রা বিদ‍্যাসাগর হলে যায়।

- Sponsored -

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বেশ কিছু পড়ুয়ার হাতে বর্ণপরিচয় ও শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। অন‍্যদিকে পথচলতি মানুষদের মধ্যে মাস্ক বিলি করা হয়। পাশাপাশি সংগঠনের মেদিনীপুর সদর ব্লক কমিটির পক্ষ থেকে কেশবপুর মোড়ের বিদ‍্যাসাগর মূর্তিতে মাল‍্যদান করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষাব্রতী তরুণ রায়, তাপস সিনহা, সন্তোষ রাণা, প্রভাত ভট্টাচার্য, নন্দদুলাল ভট্টাচার্য, সৌগত পন্ডা, বিপদতারণ ঘোষ, রুবী রায়, বাবুলাল শাসমল, তারাশঙ্কর বিশ্বাস প্রমুখ।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.