আজ আইপিএলে হাইভোল্টেজ ডুয়েলে মুখোমুখি চেন্নাই ও দিল্লি
অমিয় রায়
শুক্রবার মেগা ডুয়েলে মুখোমুখি দিল্লি ক্যাপিটালস-চেন্নাই সুপার কিংস। আকর্ষণের কেন্দ্রে ধোনি বনাম শ্রেয়স আইয়ারের ক্যাপ্টেন্সি। শেষবার গত বছরের আইপিএলের কোয়ালিফায়ার্সে মুখোমুখি হয়েছিল দুই দল। আইপিএলে দিল্লি বনাম চেন্নাই ম্যাচ হলেই তারুণ্য বনাম ওল্ড এজ এই শিরোনাম উঠে আসে। তরুণদের কাঁধে চেপে শেষ ম্যাচে কিংস ইলেভেন সুপার ওভারে ম্যাচ বার করে নিয়েছে। দিল্লি দলে পৃথ্বী শ, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থদের মতো তরুণরা রয়েছেন। অন্যদিকে চেন্নাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া শেন ওয়াটসন, আম্বাতি রায়ডুদের ভিড় বেশি। অভিজ্ঞতা বনাম তারুণ্যে শুক্রবারের লড়াইয়ে কোন দল শেষ হাসি হাসে সেটাই এখন দেখার।
প্রথম ম্যাচে প্রাক্তন দল পঞ্জাবের বিরুদ্ধে ২ উইকেট তুলে নিয়েছেন দিল্লির নতুন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। সেই অশ্বিনের সামনে এবার আরেক প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি সিএসকে। চেন্নাইয়ের বিরুদ্ধে অশ্বিন দিল্লির হয়ে প্রথম একাদশ থাকবেন কিনা প্রশ্ন? গত ম্যাচে বাঁ-হাতে গুরুতর চোট পেয়েছিলেন। সেই চোটে ম্যাচের প্রথম ওভার বল করেই মাঠ ছাড়েন। শুক্রবার অবশ্য চোট সারিয়ে ফিরবেন বলে সোশ্যাল মিডিয়া পোস্টে আশ্বস্ত করেছেন অ্যাশ। পঞ্জাবের বিরুদ্ধে প্রথম ম্যাচে ব্যাটিংয়ে ব্যর্থতার ভুল শুধরে চেন্নাইয়ের বিরুদ্ধ কঠিন লড়াইয়ে রাহানেকে ফেরাতে পারে দিল্লি ক্যাপিটালস।
২০১৯ সালে মোট ৩ বার দুই দল মুখোমুখি হয়েছে। লিগ পর্বের দুই ম্যাচেই দিল্লিকে হারিয়েছিল চেন্নাই। এরপর প্লে অফেও দিল্লিকে হারিয়েছিল চেন্নাই। শুক্রবার দিল্লি চেন্নাইয়ের বিরুদ্ধে সেই বদলা নিতে পারে কিনা এখন সেটাই দেখার।
Comments are closed.