দিল্লি হিংসার চার্জশিটে নাম সলমন খুরশিদ ও বৃন্দা কারাতের
নিজস্ব সংবাদদাতা : ফেব্রুয়ারির দিল্লি হিংসার নতুন চার্জশিটে এবার অভিযুক্ত করা হল কংগ্রেসে নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ এবং সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাতকে। তাঁদের বিরুদ্ধে ‘প্ররোচনামূলক ভাষণ’ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এর আগে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, স্বরাজ অভিযান পার্টির প্রধান যোগেন্দ্র যাদব এবং জেএনইউয়ের অধ্যাপক জয়তী ঘোষ-সহ বেশ কয়েকজনের নামও দিল্লি হিংসার চার্জশিটে উঠে আসে।
দিল্লি পুলিশের স্পেশাল সেল ১৭ হাজার পাতার যে নতুন চার্জশিট জমা দিয়েছে, তাতে দিল্লি হিংসার মূল অভিযুক্ত হিসেবে ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে৷ হিংসার ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত থাকার অভিযোগে এই ১৫ জনের বিরুদ্ধে ইতিমধ্যেই ইউএপিএ এবং অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ।
চার্জশিটে নাম থাকার কথা জানতে পেরে দিল্লি পুলিশের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সলমন খুরশিদ। তিনি বলেছেন, ‘দিল্লি পুলিশ ডাকলে জানতে চাইব আমার কোন বক্তৃতায় হিংসার প্ররোচনা ছিল?’ কংগ্রেসের তরফেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। ‘বিরোধীদের উপর বুলডোজার চালানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দিল্লি পুলিশকে ব্যবহার করছে। একইসঙ্গে বিজেপি এবং আরএসএসের বাহিনীতে পরিণত হয়েছে দিল্লি পুলিশ।’ মন্তব্য কংগ্রেস মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালার।
Comments are closed.