গরু পাচারচক্রে রাজ্যজুড়ে বিশেষ অভিযান সিবিআই-এর
নিজস্ব সংবাদদাতা : গরু পাচারচক্রে বিশেষ অভিযান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর। বুধবার সল্টলেক, রাজারহাট, তপসিয়া-সহ মুর্শিদাবাদের লালগোলা, বহরমপুর এবং শিলিগুড়ি-সহ বিভিন্ন অংশে তল্লাশি চালাল সিবিআই।
গরু পাচারচক্রে কয়েক কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে তল্লাশি অভিযান চালানো হল বিএসএফের কমান্ড্যান্ট পদাধিকারী সতীশ কুমারের সল্টলেকের সিটি সেন্টার ২-এর পার্শ্ববর্তী বাড়িতেও। বর্তমানে ওই বিএসএফ কমান্ড্যান্ট কর্মসূত্রে কর্নাটকে থাকেন। ২০১৫-র ডিসেম্বর থেকে ২০১৭-র এপ্রিল— মাত্র ১৬ মাসে সীমান্তবর্তী মালদা ও মুর্শিদাবাদে গরু পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। প্রায় ২০ হাজার গরু বাজেয়াপ্ত করা হয় সতীশ কুমারের সময়কালে। সেই গরুগুলিকে কাগজেকলমে বাছুর বলে দেখিয়ে পুনরায় দালালদের হাতে কম দামে নিলাম করা হত। একাজে জড়িয়ে থাকার অভিযোগ রয়েছে কাস্টমসের বিরুদ্ধেও। অভিযোগ, কাগজেকলমে গরু থেকে এই বাছুর চক্রে বিএসএফের জন্য বরাদ্দ গরুপ্রতি ২ হাজার টাকা। আর কাস্টমসের জন্য ৫০০ টাকা।
সূত্রের খবর, বিএসএফ কমান্ড্যান্টের বাড়িতে তল্লাশি চালানোর সময় বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা। সিবিআই ইতিমধ্যেই বেশ কয়েকজনকে জেরা করে তথ্য সংগ্রহ করেছে। এই ঘটনায় আর কে কে জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে।
Comments are closed.