শিশুদের অধিকার ও সুরক্ষা নিয়ে আলোচনা সভা পুরুলিয়ার হুড়ায়

নিজস্ব সংবাদদাতা : শিশুদের অধিকার নিয়ে শিশু-সহ সংশ্লিষ্ট অন্যান্যদের সচেতন করতে এগিয়ে এল মানিকপাড়া বিবেকানন্দ এগ্রিকালচার ডেভেলপমেন্ট সোসাইটি। পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের পর, এবার শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে এবং এ বিষয়ে তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার পুরুলিয়ার হুড়া ব্লকের তিলাবনিতে অনুষ্ঠিত হল ‘ইন্ডিয়া এগেইনস্ট চাইল্ড অ্যাবিউজ’-এর উপর সচেতনতা শিবির। মানিকপাড়া বিবেকানন্দ এগ্ৰিকালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির ও আইনা’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সচেতনতা শিবির বেশ উদ্দীপনার সঙ্গে সম্পন্ন হল।
মানিকপাড়া বিবেকানন্দ এগ্ৰিকালচারাল ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী গৌতম কুমার ভকত জানান, ‘শিশুদের প্রতিনিয়ত যে প্রতিকূলতা, পারিবারিক হিংসা, যৌন নির্যাতন, ভুল বোঝানো, চাইল্ড ট্রাফিকিং ইত্যাদির মাঝে পড়তে হয়, তা থেকে শিশুরা নিজেদের কীভাবে সুরক্ষিত রাখবে, মূলত সে বিষয়ে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য এই শিবিরের আয়োজন করা হয়।’
শিবিরে উপস্থিত ছিলেন পুরুলিয় জেলার ডিএমডিসি শুভাশিস ঘোষ, পুরুলিয়ার চাইল্ড লাইনের কো-অর্ডিনেটর অশোক কুমার মাহাতো, পুরুলিয়া জেলা চাইল্ড প্রোটেকশন দফতরের প্রতিনিধি বিশ্বজিৎ মুখার্জি, বিডিও’র প্রতিনিধি বিজয় চক্রবর্তী, তিলাবনি গ্রাম পঞ্চায়েতের প্রধান ধনঞ্জয় মাহাতো, পঞ্চায়েত সদস্য নীলমণি মাণ্ডি, আয়োজক ড. অনামিত্র জানা, চাইল্ড কাউন্সিলার, রামানন্দ দাস অধিকারী, পর্বতারোহী সঞ্জয় দাস, স্থানীয় আয়োজক স্বরূপ মাহাতো, বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব বসু, অমিতাভ জানা, দিশানী জানা, সুব্রত মান্না, মধুমিতা জানা ও অন্যান্যরা।
আলোচনায় বিভিন্ন বক্তা শিশুদের অধিকার, শিশু শিক্ষার গুরুত্ব, বাল্যবিবাহের কুফল, শিশুদের জন্য সরকার নির্ধারিত বিভিন্ন প্রকল্প-সহ নানান দিক তুলে ধরেন। অনুষ্ঠানের শুরুতে সোসাইটির পক্ষ থেকে সকলকে মাস্ক, স্যানিটাইজার, খাতা, কলম ও বিভিন্ন সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সামাজিক দূরত্ববিধি মেনে সমগ্ৰ অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান ও মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হয়।
Comments are closed.