Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সাসপেন্ড হওয়ায় অনির্দিষ্টকাল ধরনায় রাজ্যসভার ৮ সাংসদ

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

সংসদ ভবন চত্বরে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসলেন সাসপেন্ড হওয়া ৮ জন সাংসদ। রবিবার কৃষি বিল নিয়ে আলোচনার সময় ব্যাপক গণ্ডগোল হয়। সেই সময় রাজ্যসভা পরিচালনার দায়িত্বে ছিলেন ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। রুল বুক ছেঁড়ার পাশাপাশি মাইক নিয়ে টানাটানি করতে দেখা যায়। সংসদে অশোভন আচরণের অভিযোগে তাঁদের সাসপেন্ড করা হয়। ইতিমধ্যেই সাসপেন্ড হওয়ার সাংসদদের দলের তরফে কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা করা হয়েছে।

সাংসদদের সাসপেন্ড হওয়া নিয়ে সমালোচনা করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই “ফ্যাসিবাদী” সরকারের বিরুদ্ধে সংসদের ভিতরে এবং বাইরে প্রতিবাদ জানাবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেছেন তিনি। ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখেন, “কৃষকদের স্বার্থে লড়াই চালিয়ে যাওয়া ৮ জন সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক এবং তা এই একনায়কতন্ত্রের সরকারের মনোভাবের প্রতিফলন, যারা গণতন্ত্রের নিয়ম এবং নীতি মানে না।”

- Sponsored -

সরকারের সমালোচনা করে কংগ্রেসের লোকসভার নেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, “অগণতান্ত্রিকভাবে রাজ্যসভার এই সাংসদদের সাসপেন্ড করায় আমি তীব্র নিন্দা করছি। আমরা রাজ্যসভায় সাংসদদের ফিরিয়ে দিতে প্রতিবাদ জানাচ্ছি।” সাসপেন্ড হওয়া সিপিআইএম সংসদ এলামারন করিম ট্যুইট করেন, “সাসপেন্ড করে আমাদের মুখ বন্ধ করা যাবে না। আমরা কৃষকদের সঙ্গে লড়াই চালিয়ে যাব। গতকাল ডেপুটি চেয়ারম্যান সংসদীয় নীতি অবমাননা করেছেন। সাংসদদের সাসপেন্ড করা বিজেপির ভীরু মানসিকতার পরিচয়। তাদের একনায়কতন্ত্র মনোভাবের দিক থেকে নজর ঘোরাতে এই প্রচেষ্টা মানুষ দেখবে।” আম আদমি পার্টি তরফে বলা হয়, “এই কালা আইনের বিরুদ্ধে ধরনায় বসেছেন সঞ্জয় সিং এবং কয়েক কোটি কৃষককে জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। আমরা সংসদে প্রতিবাদ জানাচ্ছি, আপনাদের উচিত বাইরেও প্রতিবাদ জানানো।”

এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, সাসপেন্ড হওয়া সাংসদরা যে আচরণ করেছেন তা গুন্ডামি, গণতন্ত্রের উপর তাদের কোনও আস্থা নেই। তিনি বলেন, “যখন চেয়ারম্যান কোনও সদস্যকে বেরিয়ে যেতে বলছেন তখন তার সেটা করা উচিত। আগে কেউ কখনও চেয়ারম্যানের নির্দেশ অমান্য করেনি। ৮ সাংসদ দুর্ব্যবহার করেছেন, তাঁদের এই আচরণ গুন্ডামি। তারা প্রমাণ করে দিয়েছেন গণতন্ত্রে তাদের কোনও আস্থা নেই।”

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.