শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাসপেন্ড রাজ্যসভার ৮ সাংসদ
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
রবিবার রাজ্যসভায় কৃষক বিল নিয়ে ব্যাপক গণ্ডগোলের জেরে সাসপেন্ড করা হল বিরোধীদলের আট জন সংসদকে। এই আটজনের মধ্যে রয়েছেন এ রাজ্যের তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন। বাকিরা হলেন কেকে রাগেশ, সৈয়দ নাজির হোসেন, সঞ্জয় সিং, রাজীব শতাভ, রিপুন বরা এবং এলামারান করিম।
সোমবার রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানান, “সংসদে শৃঙ্খলাভঙ্গ করার জন্য এক সপ্তাহ সাসপেন্ড করা হয়েছে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, কেকে রাগেশ, সৈয়দ নাজির হোসেন, সঞ্জয় সিং, রাজীব শতাভ, রিপুন বরা এবং এলামারান করিমকে।”
রবিবার রাজ্যসভায় কৃষি বিল নিয়ে আলোচনার সময় ব্যাপক গণ্ডগোল হয়। রাজ্যসভায় ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলের সাংসদরা। রুল বুক ছিড়ে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবারে অধিবেশনে ওয়েলে নেমে বিক্ষোভ দেখানোয় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল যদিও রবিবার সেই বিধি-নিষেধ লঙ্ঘন করতে দেখা যায় বিরোধী দলের সাংসদদের। তবুও ব্যাপক গণ্ডগোলের মধ্যেই পাস হয়ে যায় কৃষি বিল। বিক্ষোভকারী সাংসদদের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা প্রস্তাব দেন সংসদ বিষয়ক মন্ত্রী ভি মুরলীধরন।
Comments are closed.