নেতাজি ইন্ডোরে ‘মায়ের জন্য রক্তদান’ ফোরাম ফর দুর্গোৎসবের
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে তীব্র রক্তের আকাল। তার উপর এবার দোসর হয়েছে করোনা ভাইরাস। রক্তদান শিবিরের মতো মহৎ উদ্দেশ্যও সেই কোপে বন্ধ। কিছু মানুষজন সেই সঙ্কটপূর্ণ আবহে ব্যক্তিগত উদ্যোগে রক্তদানের ব্যবস্থা করলেও তা নগণ্য। ঠিক সেই মুহূর্তে প্রতিবারের মতো রক্তদান কর্মসূচির আয়োজন করল ফোরাম ফর দুর্গোৎসব। তীব্র রক্তের আকাল মেটাতে রবিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কাঁধে কাঁধ মিলিয়ে রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়ল তারা।
‘মায়ের জন্য রক্তদান’ এই কর্মসূচির আওতায় কলকাতার সমস্ত পুজোমণ্ডবের কর্মীরা রক্তদান করলেন। এই বছর ফোরাম ফর দুর্গোৎসবের রক্তদান শিবির পড়ল চতুর্থ বছরে। পাশাপাশি করোনা জয়ী রোগীরা তাদের প্লাজমা দান করেছেন এদিনের রক্তদান শিবিরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী ফিরহাদ হাকিম, সাংসদ মালা রায়, কলকাতা পুরবোর্ডের প্রশাসক-সদস্য দেবশিস কুমার-সহ বিশিষ্ট অতিথিবৃন্দ।
রবিবার ফোরাম ফর দুর্গোৎসব কমিটির সেক্রেটারি জানিয়েছেন, ‘প্রতি বছর মায়ের নামে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি আমরা। ফোরামের একছাতার তলায় শহরের প্রায় সবকটি পুজোকমিটির মিলিত উদ্যোগে এই প্রয়াস৷’
Comments are closed.