পুঞ্চে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার, প্রত্যাঘাত ভারতের
নিজস্ব সংবাদদাতা : জম্মু-কাশ্মীরে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার। শনিবার রাতে পুঞ্চ জেলার দেগওয়ার ও মালতী সেক্টরে লাইন অফ কন্ট্রোলে গুলি চালাল পাকিস্তান। সেনা সূত্রে খবর, রাত সওয়া ৯টা নাগাদ মর্টার শেল ছাড়াও ছোট অস্ত্র থেকে গুলি ছোড়ে পাক সেনা। বিনা উস্কানিতে এ ভাবে একতরফা গোলাবর্ষণের জবাবও দিয়েছ ভারত। সমুচিত পাল্টা প্রত্যাঘাত করলে হামলা থেকে বিরত হয় পাকিস্তান। হতাহতের কোনও খবর নেই।
উল্লেখ্য, ২০২০ সালের শুরু থেকে বহু বার এলওসিতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু-কাশ্মীরে গত আট মাসে ৩ হাজার ১৮৬টি সংঘর্ষবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে বলে রাজ্যসভায় জানিয়েছেন প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক। পুঞ্চ জেলার শাহপুর, কিরনি ও দেগওয়ার সেক্টরেও এর আগে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি ছুড়েছে পাকিস্তান। প্রতিটি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘনের বিষয়ে পাক কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হয়েছে বলেও জানিয়েছেন নায়েক।
Comments are closed.