Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

রাজ্যসভায় পাশ মহামারী সংক্রমণ সংশোধনী বিল-২০২০

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

রাজ্যসভায় পাশ মহামারী সংক্রমণ সংশোধনী বিল-২০২০। বিলটি পেশ করেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। সংসদের উচ্চকক্ষে আজ বিল পেশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “২০২০ সালে সারাবিশ্ব তথা ভারতবর্ষের পরিস্থিতি অন্যরকম। হেনস্থার শিকার অনেক স্বাস্থ্যকর্মী এবং প্যারা মেডিকেল স্টাফ। এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করে আইনের প্রয়োজনীয়তা মনে করছে কেন্দ্রীয় সরকার। যাতে এই ধরনের ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা যায়।” তিনি বলেন, “২২ এপ্রিল এই নিয়ে অর্ডিন্যান্স এনেছিল কেন্দ্র, যাতে সংশোধন করে বলা হয়েছিল যারা স্বাস্থ্যকর্মীদের কোনও রকম ভাবে হেনস্থা করবে, সেটিকে অপরাধ বলে গণ্য করা হবে এবং অভিযুক্তকে শাস্তি দেয়া হবে।” কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এই আইনের ফলে স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করার মতো অপরাধ কমবে।”

- Sponsored -

বিভিন্ন জায়গায় স্বাস্থ্যকর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে। কোথাও স্বাস্থ্যকর্মীর পরিবারকে কার্যত একঘরে করে দেওয়া, কোথাও পাড়ায় ঢুকতে না দেওয়ার মতো অভিযোগে উত্তাল হয়েছে দেশের বিভিন্ন এলাকা। এইসব কারণেই এপ্রিল মাসে অধ্যাদেশ এনেছিল কেন্দ্রীয় সরকার। স্বাস্থ্যকর্মীদের হেনস্থার ঘটনায় রাশ টানতে উদ্যোগী হয় রাজ্য সরকারগুলিও। এবার মহামারী সংক্রমণ সংশোধনী বিল আইনে পরিণত করে স্বাস্থ্যকর্মীদের হেনস্থা রাশ টানতে উদ্যোগী হল মোদি সরকারও।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.