Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

আজ শুরু আইপিএল, প্রথম ম্যাচেই হাইভোল্টেজ লড়াইয়ে গতবারের দুই ফাইনালিস্ট

সৌরভ রায়

করোনা ভাইরাসের আতঙ্কে কাটিয়ে প্রায় ২০০ দিন পর ছন্দে ফিরছে ভারতীয় ক্রিকেট। ভারতে না হলেও আইপিএল ২০২০ অবশেষে শুরু হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীতে। আজ থেকে শুরু হচ্ছে ভারতীয় ক্রিকেটের কোটিপতি লিগ ত্রয়োদশ আইপিএল। ভারতীয় সময় সন্ধে সাড়ে ৭টায় আবুধাবিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গতবছর আইপিএল এর দুই ফাইনালিস্ট। একদিকে গতবারের চ্যাম্পিয়ন রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ও অন্যদিকে গতবারের রানার্স ধোনির চেন্নাই সুপার কিংস। তবে এই দুই দলের মধ্যে শেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ পাঁচটি ম্যাচেই আইপিএলে চেন্নাইকে হারিয়ে জয়ী হয়েছে মুম্বই। আর চলতি বছরে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই চেন্নাইয়ের দুই ক্রিকেটার-সহ একাধিক সাপোর্ট স্টাপ করোনা আক্রান্ত হন। আইপিএল থেকে সরে দাঁড়ান চেন্নাইয়ের দুই তারকা সুরেশ রায়না ও হরভজন সিং। যদিও সেই আতঙ্ক কাটিয়ে মাঠে নেমে জিততে মরিয়া মাহির দল। দক্ষ ব্যাটিং লাইনআপ থাকলেও, আবুধাবির পেস সহায়ক উইকেটে মুম্বইয়ের ফাস্ট বোলারদের বিরুদ্ধে রান তাড়া করতে কতটা সফল হবে চেন্নাই? এখন সেটাই দেখার।

- Sponsored -

শ্রীলঙ্কার ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা ছাড়া কার্যত সম্পূর্ণ দল নিয়ে মাঠে নামতে চলা মুম্বই ইন্ডিয়ান্স যে আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচে ধারেভারে অনেকটাই এগিয়ে, তা চোখ বন্ধ করে বলা যায়।

অন্যদিকে ২০১৯ সালের জুলাই মাসে শেষ বার বাইশ গজে নামতে দেখা গিয়েছিল কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে। ইতিমধ্যে কেটে গিয়েছে প্রায় ১৪টি মাস। ধোনিকে ফের ব্যাট হাতে নামতে দেখার জন্য উতলা হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীরা। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে আইপিএল ২০২০-তে ধোনি নিজের সেরাটা দেবেন বলে মনে করে ক্রিকেট বিশ্ব।

করোনা ভাইরাসের জেরে দর্শকশূন্য স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে আইপিএল ২০২০-এর প্রথম ম্যাচ। ম্যাচের সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিতে। ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে ডিজনি + হটস্টারে।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.