Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

সুশান্তের মোমের মূর্তি বানিয়ে তাক লাগালেন আসানসোলের মোমশিল্পী

নিজস্ব সংবাদদাতা : বাংলার আবেদনে সাড়া। সুশান্ত সিং রাজপুতের অনুরাগীরা মাদাম তুসোর মিউজিয়ামে প্রয়াত অভিনেতার স্মরণে মোমের মূর্তি গড়ার আবেদন রেখেছিলেন। ভাইরাল সেই আর্জি মিউজিয়াম কর্তৃপক্ষের কানে না পৌঁছলেও বাংলার এক মোমশিল্পী কিন্তু ইতিমধ্যেই অভিনেতার মোমের মূর্তি গড়ে তাক লাগিয়ে দিলেন। যিনি কিনা অতীতে প্রণব মুখোপাধ্যায়েরও মোমের মূর্তি গড়েও প্রশংসা আদায় করেছিলেন স্বয়ং প্রাক্তন রাষ্ট্রপতির কাছ থেকে।

ভক্তকুল অচিরেই হারালেও মহালয়ায় আবির্ভাব ঘটল সুশান্ত সিং রাজপুতের। মোমের মূর্তির মধ্য দিয়েই যেন আবার জেগে উঠলেন ভক্তদের প্রিয় এসএসআর। তাঁর মৃত্যু রহস্যের কিনারা এখনও হয়নি, এরই মধ্যে আসানসোলের মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় তৈরি করলেন প্রয়াত অভিনেতার মোমের মূর্তি। তবে এবার বরাতে নয়, অভিনেতাকে স্মরণে রাখতে, সম্মান জানাতে মূর্তিটি তৈরি করে রাখলেন আসানসোলের ওয়াক্স মিউজিয়ামে।

- Sponsored -

মহালয়ার দিন ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে ৫ ফুট ১০ ইঞ্চির সুশান্তের এই মোমের মূর্তি উন্মোচিত হল। একদিকে মহালয়া পিতৃপুরুষ তর্পণের দিন। অন্যদিকে দেবীপক্ষের সূচনা। বিশেষ দিনে অন্য এক সুশান্ত সিং রাজপুতকে দেখলেন শহরবাসী। সেই একই চেহারা, একই উচ্চতা, অমলিন মুখের হাসি। শিল্পী নিপুণভাবে তুলে ধরেছেন তাঁর শিল্পকর্মের মধ্য দিয়ে। একটি চেয়ারের সামনে হাত দিয়ে হাসি হাসি মুখে দাঁড়িয়ে এসএসআর। সেই চেয়ারে বসে কেউ ছবি তুলছেন। কেউ তুলছেন সেলফি। ভেতরে সাদা টি-শার্ট, উপরে বোতাম খোলা ডেনিম জ্যাকেট। আনসেভ কিন্তু ট্রিমিং করা রাফ অ্যান্ড টাফ লুক, আর সেই আগোছালো ব্যাকব্রাশ চুল। শহরবাসী যতই দেখছেন, ততই অভিভূত হয়ে যাচ্ছেন। যেন চোখের সামনে সত্যিই দাঁড়িয়ে রয়েছেন ধোনি বায়োপিকের সেই হিরো।

উল্লেখ্য, আসানসোলের মোম ভাস্কর্য শিল্পী সুশান্ত রায় এর আগে বহু বিখ্যাত ব্যক্তির মোমের মূর্তি তৈরি করেছেন। কলকাতার নিউটাউনে মাদার ওয়াক্স মিউজিয়ামের বেশিরভাগ মোমের মূর্তি তাঁরই তৈরি। রাজস্থানের ওয়াক্স মিউজিয়ামেও তাঁর তৈরি মূর্তি রয়েছে। আসানসোলের মহিশীলা কলোনিতে তাঁর নিজস্ব ওয়াক্স মিউজিয়ামেও অনেক মূর্তি রয়েছে। অমিতাভ বচ্চন, জ্যোতি বসু, কপিল দেব, শচীন, সৌরভদের পাশেই এবার শোভা পাবে সুশান্ত সিং রাজপুতের মূর্তি। আসানসোলবাসীর দাবি সুশান্ত সিং-এর অস্বাভাবিক মৃত্যুতে রিয়া চক্রবর্তীর নাম জড়ানোয় একাংশ জাতিগত প্রসঙ্গ তুলে বাঙালি-বিহারী বিভেদ লাগানোর চেষ্টা করছে। সেখানে বাঙালি শিল্পী সুশান্ত রায় বিহারের এই সন্তানের প্রাণবন্ত মোমের মূর্তি তৈরি করে অভিনেতার প্রতি সম্মানজ্ঞাপন করলেন।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.