Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

দেবীপক্ষের সূচনায় নতুন সঙ্গী পেল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন

সৌরভ রায়

‘অ্যাকর্ড স্পোর্টস ভিডিকে’ (Accord Sports VDK)-কে কমার্শিয়াল পার্টনার হিসেবে পেল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। চার বছরের জন্য এই বাণিজ্যিক সংস্থার সঙ্গে মহালয়ার সকালে গাঁটছড়া বাঁধল বাংলা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আগামী চার বছরে আইএফএ শিল্ড, কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ-সহ চার-চারটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য ১৪ কোটি টাকা দেবে এই নয়া কমার্শিয়াল পার্টনার।

- Sponsored -

১২৮ বছরের ইতিহাসে আইএফএ এই প্রথমবার কোনও কমার্শিয়াল পার্টনারকে নিজেদের সঙ্গী হিসেবে পেল। শুধু তাই নয়, দেশের প্রথম কোনও রাজ্য ফুটবলের গভর্নিং বডি হিসেবে আইএফএ-র সঙ্গে যুক্ত হল এই ধরনের কমার্শিয়াল পার্টনার। সবমিলিয়ে বাংলা ফুটবলের গভর্নিং বডিতে এখন খুশির হাওয়া। ‘অ্যাকর্ড স্পোর্টস ভিডিকে’নামক ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে কমার্শিয়াল পার্টনার হিসেবে পেয়ে খুশি আইএফএ সচিব জয়দীপ বন্দোপাধ্যায়। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে জয়দীপ বাবু জানিয়েছেন, ‘স্পনসরশিপের পাশাপাশি টুর্নামেন্ট সম্প্রচার স্বত্ত্বের বিষয়টিও নয়া কমার্শিয়াল পার্টনারের হাতে থাকবে। এটা দু’পক্ষের জন্যই উইন-উইন সিচুয়েশন।’

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.