কোনও শর্তেই রবীন্দ্র সরোবরে ছটপুজো নয়, নির্দেশ পরিবেশ আদালতের
নিজস্ব সংবাদদাতা : রবীন্দ্র সরোবরে কোনও শর্তেই ছটপুজো নয়। শর্তসাপেক্ষে ছটপুজোর আবেদন করা নিয়ে কেএমডিএ-র আর্জি খারিজ করল গ্রিন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার কেএমডিএ-র সেই আর্জি খারিজ করে পরিবেশ আদালত জানিয়ে দেয় কোনও শর্তেই রবীন্দ্র সরোবরে ছটপুজো করা যাবে না।
উল্লেখ্য, ২০১৮ সালের ছটপুজোর পরদিন গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশেই বিশেষজ্ঞ দল রবীন্দ্র সরোবরের জলের নমুনা সংগ্রহ করে। পরীক্ষা করে দেখা যায় ছটপুজোর ফলে ব্যাপক দূষণমাত্রা জলে। বিশেষজ্ঞ দলের রিপোর্টের ভিত্তিতে পরিবেশ আদালত রবীন্দ্র সরোবরে নিষিদ্ধ করে ছটপুজো। এরপর ২০১৯ সালে গ্রিন ট্রাইব্যুনালের রায়কে মান্যতা দিয়ে ছটপুজোর সময় প্রশাসন পুলিশি প্রহরায় বন্ধ করে দেয় রবীন্দ্র সরোবরের সবকটি গেট। কিন্তু সেই নির্দেশ অমান্য করে গেট ভেঙে ভেতরে ঢুকে সরোবরের জলেই চলে দেদার ছটপুজো।
এরপর পরিবেশ আদালতের সেই নির্দেশের পরই কেএমডিএ ধর্মীয় ভাবাবেগের কথা উল্লেখ করে শর্ত সাপেক্ষে রবীন্দ্র সরোবরে ছটপুজোর আবেদন করে। কেএমডিএ-র সেই আর্জিকে খারিজ করে দিল গ্রিন ট্রাইব্যুনাল। আদালতে ধাক্কা খাওয়ার পর কলকাতার কর্পোরেশনের প্রশাসক ফিরহাদ হাকিম বলেন, “ছটপুজোয় বহু মানুষের ধর্মীয় ভাবাবেগ রয়েছে। আমরা গ্রিন ট্রাইব্যুনালের কাছে আর্জি জানিয়েছিলাম যাতে শর্ত সাপেক্ষে ছটপুজোয় অনুমতি দেওয়া হয়। এবার আমরা সুপ্রিম কোর্টে যাব।”
Comments are closed.