সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে বাম ছাত্র-যুবদের ডেপুটেশন মেদিনীপুরে
নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার দুপুরে বামপন্থী ছাত্র-যুবদের বড় আকারের একটি মিছিল সংগঠিত হল মেদিনীপুর শহরের রাজপথে। “নিউ নর্মালে তোলো আওয়াজ, চাই সবার শিক্ষা সবার কাজ”- এই স্লোগানকে সামনে রেখে গোটা বাংলার সঙ্গে তাল মিলিয়ে মেদিনীপুর শহরেও শিক্ষিত ও বেকার ছাত্র-যুবদের দাবি নিয়ে রাজপথে নেমে আন্দোলনে সামিল হল বামপন্থী ছাত্র-যুব সংগঠন এসএফআই ও ডিওয়াইএফআই।
সকলের জন্যে শিক্ষা ও কাজ, বিজেপি সরকারের নেতৃত্বে দেশের সরকারি শিল্পগুলিকে তাঁবেদার শিল্পপতিদের কাছে বিক্রির বিরুদ্ধে, নয়া বাণিজ্যমুখী জাতীয় শিক্ষানীতি বাতিল, শিক্ষায় নৈরাজ্যের প্রতিবাদ, রাজ্যজুড়ে ১০০ দিনের শাসক তৃণমূল দলের দুর্নীতি, বেকারদের ৬ হাজার টাকা বেকারভাতা প্রদান, পঞ্চায়েত-পৌরসভা পরিচালনায় দুর্নীতি, শালবনি ও গোয়ালতোড়ের প্রস্তাবিত স্টিল কারখানা চালু, রাজ্য ও কেন্দ্রীয় সরকারি বিভিন্ন দফতরে শূন্যপদে নিয়োগ-সহ একাধিক দাবিতে এসএফআই ও ডিওয়াইএফআই-এর পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির আহ্বানে ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার মেদিনীপুর শহরের রাজপথে বিশাল মিছিলে সামিল হয় ছাত্র-যুবরা।
মিছিলে নেতৃত্ব দেন ডিওয়াইএফআই-এর পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি রঞ্জিত পাল, জেলা সম্পাদক সুমিত অধিকারী, এসএফআই পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক প্রসেনজিৎ মুদি, সভাপতি সাদ্দাম হোসেন-সহ অন্যান্য নেতৃবৃন্দ। শহরের কর্মচারী ভবন থেকে মিছিল শুরু হয়ে ছাত্র-যুবদের বৃহৎ মিছিল বিভিন্ন রাস্তা পরিক্রমা করে কালেক্টরের গেটে এসে শেষ হয়। মিছিল শেষে কালেক্টরেট ভবনের সামনে অবস্থান বিক্ষোভ হয়। অবস্থান বিক্ষোভ চলাকালীন সৌগত পন্ডা, সুব্রত চক্রবর্তী, বেলাল মীর প্রমুখ ছাত্র যুব নেতৃত্বের এক প্রতিনিধদল জেলাশাসকের দফতরে ডেপুটেশন জমা দেন।
Comments are closed.