বর্ণবিদ্বেষের বিস্ফোরক অভিযোগ আনলেন নেইমার, কী অভিযোগ? জেনে নিন
বেঙ্গল ফাস্ট : মার্সেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেসের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করার বিস্ফোরক অভিযোগ করলেন পিএসজি তারকা নেইমার৷ তাঁর পাশে দাঁড়িয়েছেন ফরাসি চ্যাম্পিয়ন ক্লাব৷ ব্রাজিলের ফরোয়ার্ড আলভারো গঞ্জালেজের মাথার পেছন দিকে জ্যাব করে ভিএআর-এ তা ধরা পড়ে। নেইমার অফিসিয়ালদের কথা বলতে গিয়ে বলেছিলেন যে, তিনি জাতিগত নির্যাতনের শিকার হয়েছিলেন৷ রবিবার মার্সেইয়ের বিরুদ্ধে ঘরের মাঠে ৩১ মিনিটে ফ্লোহিয়ঁ তুভার গোলে পিছিয়ে পড়ে পিএসজি। ম্যাচের অতিরিক্ত সময়ে আলভারোর মাথার পিছনে হাত দিয়ে আঘাত করেন নেইমার। ভিডিয়ো অ্যাসিট্যান্ট রেফারির (ভার) সাহায্যে ব্রাজিলীয় তারকাকে লাল কার্ড দেখান৷ ক্ষুব্ধ নেইমার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেন, ‘‘আমাকে ও শুধু বাঁদর বলেনি, আরও অশ্লীল গালাগাল দিয়েছে। আমার আফসোস হচ্ছে, আমি ওর মুখে ঘুসি মারতে পারিনি।’
ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে ফরাসি লিগের শৃঙ্খলারক্ষা কমিটি। বর্ণবিদ্বেষের অভিযোগ সত্যি হলে গঞ্জালেসের সর্বোচ্চ ১০ ম্যাচে নির্বাসন হতে পারে। গঞ্জালেস আবার দাবি করেছেন, অ্যাঞ্জেলো ডি’ মারিয়া তাঁকে থুতু দিয়েছেন। এই অভিযোগ প্রমাণিত হলে আর্জেন্তাইন তারকার ছ’ম্যাচের নির্বাসন হতে পারে৷ এছাড়া প্রতিপক্ষের ফুটবলারের মুখে ঘুসি মারার জন্য পিএসজি-র লেইভিন কুরোজ়ায়ার সাত ম্যাচ নির্বাসন প্রায় নিশ্চিত।
Comments are closed.