অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীকে হেনস্থা, গ্রেফতার ট্যাক্সিচালক

নিজস্ব সংবাদদাতা : জিম থেকে বাড়ি ফেরার পথে অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীকে হেনস্থা। শহর কলকাতার বালিগঞ্জ ফাঁড়িতে সাংসদের গাড়ি ফলো করে অভব্যতা ট্যাক্সি চালকের। মিমির অভিযোগের ভিত্তিতে রাতেই ওই ট্যাক্সিচালককে গ্রেফতার করল গড়িয়াহাট থানার পুলিশ।
ঘটনার সূত্রপাত, সোমবার দুপুরে। জিম থেকে নিজের গাড়ি করে বাড়ি ফিরছিলেন এই অভিনেত্রী-সাংসদ। বালিগঞ্জ-গড়িয়াহাটের মাঝামাঝি এলাকায় ট্র্যাফিক সিগনালে মিমি চক্রবর্তীর গাড়ি দাঁড়ালে, তাঁর পাশে ট্যাক্সি নিয়ে এসে দাঁড়ায় অভিযুক্ত ওই চালক। অভিনেত্রীকে দেখে ট্যাক্সি থেকে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকলে সটান নিজের গাড়ি থেকে নেমে পড়েন মিমি। ট্যাক্সিচালককেও টেনে নামান। প্রতিবাদ করেন ঘটনার। এরপরই সাংসদ-অভিনেত্রীর ড্রাইভারের সঙ্গেও অভব্য আচরণ করে ওই ব্যক্তি। বাক-বিতণ্ডার মাঝেই সাংসদ মিমি চক্রবর্তীকে উদ্দেশ্য করে কটূক্তি করা শুরু করে ওই ট্যাক্সি ড্রাইভার। লোকজন জড়ো হয়ে গেলে ট্যাক্সি নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত চালক।
এরপর সাংসদ গড়িয়াহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিমি চক্রবর্তী। সোমবার রাতেই অভিযুক্ত ড্রাইভার দেবা যাদবকে আনন্দপুর থেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, অশ্লীল ইঙ্গিত এবং কটূক্তির ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ জানানোর পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী।
Comments are closed.