Bengal Fast
বিশ্ব মাঝে বাংলা খবর

‘বিকল্প কোনও ব্যাপার নেই, টাকা দিতে হবে’, জিএসটি বিকল্প মানতে নারাজ তৃণমূল

বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি

জিএসটির ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্র সরকারের দেওয়া বিকল্প মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তাদের দাবি আইনমাফিক বকেয়া টাকা রাজ্যের হাতে তুলে দিতে হবে। এই প্রতিবেদকের প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায় বলেন, “বিকল্প কোনও ব্যাপার নেই, টাকা দিতে হবে।” এদিকে মঙ্গলবার বিজনেস অ্যাডভাইজারি কমিটি বৈঠক করবে তৃণমূল কংগ্রেস। সেখানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংসদের ভেতরে কোন কোন বিষয়গুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল সরব হবে, তা ঠিক করা হবে।

- Sponsored -

শ্রীরামপুরের সাংসদ জানান, ‘পণ্য ও পরিষেবা কর বাবদ বকেয়া টাকা থেকে শুরু করে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, করোনা ভাইরাসের মতো পরিস্থিতিগুলি তুলে ধরা হবে। পণ্য ও পরিষেবা কর বাবদ বকেয়া টাকা নিয়ে কেন্দ্রীয় সরকারের দেওয়া বিকল্প নিয়ে চিঠি দিয়েছে ১৩টি রাজ্য। তবে সেই পথে হাঁটবে না তৃণমূল কংগ্রেস।’ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া চিঠির বক্তব্যেই সংসদে থাকবে জোড়া ফুল শিবির। পণ্য ও পরিষেবা কর বাবদ ক্ষতিপূরণ পায় রাজ্য সরকার। এর আগে জিএসটি কাউন্সিলের ৪৮তম বৈঠকে দুটি প্রস্তাব দেয় কেন্দ্র। সেই প্রস্তাবে বিরোধিতা করে রাজ্যগুলি। জানা গিয়েছে, এপ্রিল মাস থেকে বাকি রয়েছে জিএসটি বাবদ ক্ষতিপূরণের টাকা। এপ্রিল-জুলাই ত্রৈমাসিকে এই বকেয়ার অঙ্ক ১.৫ লক্ষ কোটি টাকা।

Subscribe to our Whatsapp Group for daily news alerts.


You might also like

- sponsored -

Comments are closed.