বিজেপি যুব মোর্চার প্রতিবাদী মিছিলে ধুন্ধুমার
শোভাঞ্জন দাশগুপ্ত
বিজেপির যুব মোর্চার মিছিল ঘিরে উত্তেজনা। বউবাজার মেট্রো ও চিত্তরঞ্জন অ্যাভেনিউ সংযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে শববাহী খাটিয়ায় করে নিয়ে এসে দাহ। ফলে বন্ধ হয়ে যায় উভয় দিকের যানচলাচল। সাথে সাথে পুলিশের পক্ষ থেকে বিক্ষোভকারীদের গ্রেফতার করা হয়। এর মধ্যে একজন বিক্ষোভকারীর মাথায় আঘাত লাগলে তড়িঘড়ি মেডিক্যাল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার সূত্রপাত আজ বেলা তিনটে নাগাদ। রাজ্যে একের পর এক বিজেপি কর্মী ও কার্যকর্তাকে খুন করছে তৃণমূল, এই অভিযোগে প্রতিবাদ মিছিলের ডাক দেয় বিজেপি যুব মোর্চা। রাজ্য দফতর থেকে মিছিলটি বেরিয়ে বউবাজার মোড়ে থেমে যায়। এখানেই শববাহী খাটিয়ায় মুখ্যমন্ত্রীর ছবি রেখে অগ্নিসংযোগ করা হলে মিনিট কুড়ি যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে উভয়দিকের যানবাহন দাঁড়িয়ে পড়ে যানজটের সৃষ্টি হয়। পুলিশ যুব মোর্চার ৩০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করে লালবাজার নিয়ে যায়। এরপর ধীরে ধীরে যানচলাচল স্বাভাবিক হয়।
Comments are closed.