লঙ্কা প্রিমিয়ার লিগের মাধ্যমে আবারও ২২ গজে ফিরছেন মুনাফ প্যাটেল
সৌরভ রায়
ফের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের মধ্যে দিয়ে বাইশ গজে ফিরতে পারেন ২০১১ বিশ্বজয়ী ভারতীয় দলের সদস্য মুনাফ প্যাটেল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পরিচালিত লঙ্কা প্রিমিয়ার লিগের প্রথম সংস্করণে ফের বল হাতে দেখা যেতে পারে এই ভারতীয় পেসারকে। ২০১৮ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। ওই বছরই আবুধাবি টি-১০ ফ্র্যাঞ্চাইজি লিগে শেষবার হাত ঘোরাতে দেখা গিয়েছিল তাঁকে। লঙ্কা প্রিমিয়ার লিগের অভিষেক মরশুমের জন্য যে ১৫০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে সেই তালিকায় নাম রয়েছে অতীতে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত লায়ন্সের জার্সি গায়ে আইপিএল খেলা মুনাফের।
মুনাফের পাশপাশি লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে উঠবেন উইন্ডিজ ক্রিকেটার ক্রিস্টোফার হেনরি গেইল, ডারেন স্যামি, ডারেন ব্র্যাভো, ইংল্যান্ডের রবি বোপারা, নিউজিল্যান্ডের কলিন মুনরো, দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডার প্রমুখ। এছাড়াও প্রাক্তন পাক তারকা অল-রাউন্ডার শাহিদ আফ্রিদি, বাংলাদেশের তারকা অল-রাউন্ডার শাকিব আল হাসানরাও উঠবেন লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে।
Comments are closed.