বিধি মেনে চাকা গড়াল কলকাতা মেট্রোর, খুশি অফিস যাত্রীরা
নিজস্ব সংবাদদাতা : অবশেষে চাকা গড়াল কলকাতা মেট্রোর। গতকাল যদিওবা চাকা গড়িয়েছে নিট পরীক্ষার্থীদের জন্যে, তবে সকলের যাতায়াতের জন্য ১৭৭ দিন পরে চাকা গড়িয়ে প্রাণ ফিরে পেল মেট্রো। নোয়াপাড়া থেকে কবি সুভাষ আর সল্টলেক সেক্টর ফাইভ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত দৌড়ল মেট্রো। কোভিডে থমকে যাওয়া জীবনকে ছন্দে ফিরিয়ে নিতে পারায় নিঃশ্বাস ফেললেন অফিস যাত্রীরা।
Commuters cooperating with the Security and Station staff particularly at the entry points. pic.twitter.com/uczHvp8qsK
— Metro Rail Kolkata (@metrorailwaykol) September 14, 2020
পূর্ব ঘোষণা অনুযায়ী স্টেশনে ঢোকার জন্য আগে থেকে যাত্রীদের নিতে হয়েছে ই-পাস। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিষেবা চালু থাকবে। এই ১২ ঘণ্টাকে ভাগ করা হয়েছে ১ ঘণ্টার ১২টি স্লটে। মেট্রো রেলের ওয়েবসাইট বা পথদিশা অ্যাপ থেকে মিলছে ই-পাস। ই-পাস ১২ ঘণ্টা আগে বুকিং করা যাচ্ছে। বোঝার সুবিধার জন্য ১২টি স্লটের ই-পাস করা হয়েছে আলাদা আলাদা রঙের। সংখ্যায় কম হলেও, কোভিড প্রোটোকল মেনে চালু হয়ে যাওয়া এই মেট্রো পরিষেবা নিয়ে আগ্রহ ছিল সব মহলেই। করোনা আবহে বিধি মানতে গিয়ে প্রতি প্ল্যাটফর্মে ২০ সেকেন্ডের বদলে ৩০ সেকেন্ড দাঁড়াবে মেট্রো।
Great crowd management by Metro RPF staff….insisting on social distancing at every step. pic.twitter.com/JZEtrYjhUJ
— Metro Rail Kolkata (@metrorailwaykol) September 14, 2020
রেকের ভেতরে সামাজিক দূরত্ববিধি মানার জন্য বসার জায়গায় আলাদা করে মার্কিং করা হয়েছে। ক্রস চিহ্ন জায়গায় বসা যাবে না যাত্রীদের। পাশাপাশি মাস্ক অবশ্যই পরে থাকতে হবে। নাক ও মুখ ঢেকে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। স্টেশনে থুতু ফেললেই মোটা টাকা জরিমানা করা হবে বলে জানানো হয়েছে। আর এইসকল নিয়মবিধি সঠিকভাবে মানা হচ্ছে কিনা তা দেখার জন্য কর্তব্যরত আরপিএফ ও রাজ্য পুলিশ সদা সতর্ক মেট্রোয়।
Comments are closed.