দিল্লির হিংসার ঘটনায় গ্রেফতার প্রাক্তন জেএনইউ ছাত্রনেতা উমর খালিদ
বীরেন ভট্টাচার্য, নয়াদিল্লি
দিল্লিতে হিংসার ঘটনায় গতকাল রাতে গ্রেফতার করা হয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদ কে। তাঁর বিরুদ্ধে ইউএপি ধারায় মামলা রুজু করা হয়েছে।
রবিবার তাঁকে ডেকে পাঠিয়ে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপরেই গ্রেফতার করা হয় উমর খালিদকে। এর আগেও খালিদকে জিজ্ঞাসাবাদের জন্য দেখে পাঠিয়েছিল দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লিতে হিংসার ঘটনায় আম আদমি পার্টির কাউন্সিলার তাহির হোসেনের নাম চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
তদন্তকারী অফিসারের দাবি, দিল্লিতে হিংসার ঘটনা শুরু হওয়ার আগে ৮ জানুয়ারি উমর খালিদ এবং ওমর সাইফির সঙ্গে শাহিনবাগে সিএএ (caa) বিরোধী সভায় দেখা করেন তাহির হোসেন। তদন্তকারী আধিকারিকের দাবি, সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকালে তাহির হোসেনকে বড় হিংসার ঘটনার জন্য তৈরি থাকতে বলেন উমর খালিদ। এর পরেই দিল্লিতে হিংসা নিয়ে তদন্তে নামে দিল্লি পুলিশের বিশেষ শাখা। ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সিএএ-র পক্ষে এবং বিরুদ্ধে থাকা দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ব্যাপক হিংসার ঘটনায় ৫৩ জনের মৃত্যু হয়।
Comments are closed.